শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

একমাত্র লক্ষ্য জিপিএ-৫ হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

একমাত্র লক্ষ্য জিপিএ-৫ হতে পারে না

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জিপিএ-৫ নিয়ে আমাদের মধ্যে উন্মাদনা আছে। তবে জীবনের একমাত্র লক্ষ্য জিপিএ-৫ হতে পারে না। মা-বাবাদের মধ্যে জিপিএ-৫ নিয়ে যত উন্মাদনা দেখি, তাতে কষ্ট লাগে। জিপিএ-৫-এর চাপে পুরো শিক্ষাব্যবস্থা নিরানন্দ হয়ে যাচ্ছে। তিনি গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ডাচ-বাংলা ব্যাংক-ফিজিক্স অলিম্পিয়াডের দুই দিনব্যাপী জাতীয় উৎসবের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন। দশম ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। একটি জাতীয় দৈনিকের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও ফিজিক্স অলিম্পিয়াড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, আজকের ছেলেমেয়েদের জীবন অনেক কষ্টের। দিনভর লেখাপড়া করেও গোল্ডেন-৫ না পেলে তারা জীবন বৃথা ভাবে। এটা একদম বাজে কথা। জিপিএ এমনিতেই আসবে। জ্ঞানের জন্য পড়তে হবে। ফিজিক্স অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড ১৫টি আঞ্চলিক উৎসবের বিজয়ী সহস্রাধিক শিক্ষার্থী দুই দিনের এই উৎসবে অংশ নিচ্ছে। দুপুরে বিরতির পরে তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ফল ঘোষণা করা হবে। উৎসবে গান পরিবেশন করেন ডি রক খ্যাত শুভ। নাচ পরিবেশন করেন পূজা সেনগুপ্ত ও তার দল। জাদু দেখান স্বপন দিনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর