শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পেনসিলভেনিয়ায় অডিটর জেনারেল নির্বাচনে ড. নীনা

প্রতিদিন ডেস্ক

পেনসিলভেনিয়ায় অডিটর জেনারেল নির্বাচনে ড. নীনা

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অডিটর জেনারেল নির্বাচনে লড়তে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান ড. নীনা। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দরকার ছিল এক হাজার ভোটারের স্বাক্ষর। সেখানে ড. নীনা আহমেদ পেয়েছেন ১০ হাজার ভোটারের স্বাক্ষর। খবর : এনআরবি নিউজ। ভোটারের স্বাক্ষর সংবলিত দরখাস্তটি গত ১৮ ফেব্রুয়ারি জমা দেওয়া হয়েছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য  নির্বাচন কমিশনে। এ রাজ্যের অডিটর জেনারেল পদে আরও লড়ছেন এইচ স্কট কঙ্কলিন, রোজি ডেভিস, ট্র্যাসি ফাউন্টেন, ক্রিস্টিনা হার্টমেন এবং মাইকেল ল্যাম্ব। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এ নির্বাচন। উল্লেখ্য, ৩০ বছরের অধিক সময় ধরে জনসেবায় নিয়োজিত ফিলাডেলফিয়া অঞ্চলের খেটে খাওয়া মানুষের প্রিয় সংগঠক ড. নীনাকে প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেছিলেন। এরপর ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। গত বছর পেনসিলভেনিয়া রাজ্যের  লে. গভর্নর হিসেবে লড়াই করে ২ লাখ ৮২ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখলে সক্ষম হন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর