সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা
লিটনের সেঞ্চুরি

রেকর্ড জয়ে উড়ন্ত সূচনা

মেজবাহ্-উল-হক, সিলেট থেকে

রেকর্ড জয়ে উড়ন্ত সূচনা

গালে হাত দিয়ে মাঠের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে স্টুয়ার্ট মাতসিকেরি! জিম্বাবুয়ের ব্যাটিং কোচের মুখচ্ছবিতেই যেন ভেসে উঠছিল ম্যাচের চিত্র! তখন জিম্বাবুয়ের স্কোর ছিল ১০৬/৭! এরপর ১৫২-তেই আটকে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম ব্যাট করে জিম্বাবুয়ের বিরুদ্ধে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। তারপর সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।  এর আগে টাইগারদের বড় ব্যবধানে জয়টি ছিল ১৬৩ রানের, শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ছিল ৩২০ রান। গতকাল বাংলাদেশ করে ৩২১। লিটন দাস হার না মানা ১২৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ১০৬ বলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারির সঙ্গে দুটি বিশাল ছক্কার মার। হাফ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিথুন। অলরাউন্ড পারফর্ম করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ব্যাট হারে ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস, বল হাতে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। গতকাল যে উইকেটে বাংলাদেশ দল প্রথম ব্যাট করে গড়ল ৩২১ রানের পাহাড়সম এক স্কোর, সেখানেই জিম্বাবুয়ে অলআউট হয়ে গেল মাত্র ১৫২ রানে! বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই বাংলাদেশের কাছে পাত্তা পেল না আফ্রিকার দলটি। তিন ম্যাচের সিরিজে উড়ন্ত সূচনা করল মাশরাফির দল। আর এই দুর্দান্ত জয়ে প্রিয় ওয়ানডে ফরম্যাটে ছন্দে ফিরল বাংলাদেশ। টাইগাররা সব শেষ জয় পেয়েছিল বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর মাশরাফিরা আটকে যায় পরাজয়ের বৃত্তে। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ। টানা ৫ ওয়ানডেতে হারের পর অবশেষে জয়ের পথ খুঁজে পেল টাইগাররা। অধিনায়ক মাশরাফির নেতৃত্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা ১৪ জয় পেল বাংলাদেশ। ওয়ানডেতে ৮ মাস পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পেরে খুশি টাইগার দলপতি। ম্যাশ বলেন, ‘শেষ কয়েক ম্যাচে আমরা আমাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে পারিনি। এ ম্যাচে দল হিসেবে দারুণ খেলেছি। নিজেদের সেরাটাই দিতে পেরেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর