বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডিআইজি মিজানের স্ত্রী ভাইকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আদালত প্রতিবেদক

দুর্নীতি মামলায় বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের স্ত্রী ও ভাইকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি ডিআইজি মিজানের স্ত্রী ও ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পলাতক ওই দুই আসামিকে গ্রেফতার করা গেল কি-না, সে বিষয়ে গতকাল তামিল প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আসামিদের গ্রেফতার করা যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। আগামী ২ এপ্রিল বহুল প্রচারিত দুটি জাতীয় বাংলা দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় পলাতক দুই আসামি হলেন বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান। এ ছাড়া গতকাল শুনানির আগে কারাগারে থাকা মিজানুর রহমান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। মামলাসূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছর ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে ঘটনার তদন্ত করে গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ খবর