বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়লেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ইতিহাস গড়লেন তামিম ইকবাল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লেন তামিম ইকবাল। গতকাল ১৩৬ বলে খেললেন ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডটিও ছিল তামিমেরই। ২০০৯ সালে বুলাওয়েতে এই জিম্বাবুয়ের বিরুদ্ধেই তামিম করেছিলেন ১৫৪ রান। কাল সেটিকেও টপকে গেলেন। নিজের রেকর্ড  ভেঙে গড়লেন নতুন আরেক রেকর্ড। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দেড়শও ছাড়াতে পারেননি। সর্বোচ্চ মুশফিকের ছিল ১৪৪ রান, শ্রীলঙ্কার বিরুদ্ধে। গতকাল ড্যাসিং ওপেনার তার ১৩৬ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ৩টি ছক্কা। বাউন্ডারিতেও নতুন  রেকর্ড হয়েছে। এর আগে একই ইনিংসে সর্বোচ্চ ১৭ চারের মার ছিল শাহরিয়ার নাফিসের।

সেটিকে কাল টপকে  গেছেন তামিম। অনেক দিন রানের মধ্যে ছিলেন না ড্যাসিং ওপেনার। ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার শিকারও হচ্ছিলেন। কিন্তু কাল দেখা গেল অন্য এক তামিমকে। ব্যাটিং জাদু দেখিয়ে মুগ্ধ করলেন ভক্তদের। হাফ সেঞ্চুরি পূরণ করেন ৪১ বলে, সেঞ্চুরি করেন ১০৬ বলে, ১৩২ বলে স্পর্শ করেন দেড়শর মাইলফলক। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কাল ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন ড্যাসিং ওপেনার। রেকর্ডের দিনের ম্যাচের  সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তামিমের হাতেই। ম্যাচ শেষে দেশসেরা ওপেনার বলেন, ‘শেষ পর্যন্ত এমন একটি ইনিংস খেলতে পেরে খুবই ভালো লাগছে। আমার ওপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। অনেক দিন ধরে রান পাচ্ছিলাম না। তবে বড় কিছু করার অপেক্ষায় ছিলাম। এই ম্যাচে এমন একটি ইনিংস খেলায় আমি আনন্দিত।’

সর্বশেষ খবর