বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না

কলকাতা প্রতিনিধি

বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না

বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নতুন করে নাগরিকত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ‘উদ্বাস্তুরা সবাই এ দেশের প্রকৃত নাগরিক। কেউ তাদের নাগরিকত্ব কাড়তে পারবে না। আপনাদের নতুন করে নাগরিকত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিজেপি যদি বলে আপনি নাগরিক নন, সে কথায় বিশ্বাস করবেন না। তাদের মিথ্যা কথায় ভুলবেন না।’ মমতার অভিমত, ‘আপনাদের সন্তান এখানে পড়াশোনা করে। আপনি ভোট দেন, আপনার রেশন কার্ড আছে, বাড়ির ঠিকানা আছে। অতএব আপনাদের নতুন করে বিজেপির ওই কার্ডের প্রয়োজন নেই।’ বাংলা থেকে একজন মানুষকেও বিতাড়িত করতে দেওয়া হবে না বলেও এদিন ফের একবার স্পষ্ট করে দেন মমতা ব্যানার্জি। তার আশ্বাস, বাংলায় যতদিন মা-মাটি-মানুষের সরকার আছে ততদিন পর্যন্ত এখানকার মানুষের ওপর কোনো অত্যাচার করতে দেওয়া হবে না।’ ভারতজুড়ে নতুন নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর)-এর আবহে সাধারণ মানুষের মধ্যে দেশ ছাড়ার যে আশঙ্কা জেগেছে সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির এই বার্তা। 

দিল্লি সহিংসতার প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘দিল্লিতে যা ঘটেছে তাতে আমি দুঃখিত। অনেক মানুষ নিহত হয়েছেন। এখনো নর্দমা থেকে লাশ পাওয়া যাচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার একবারও নিজেদের লজ্জা, শোক প্রকাশ করল না।’ মমতার প্রশ্ন ‘এতগুলো মানুষকে কেন প্রাণে মেরে ফেলা হলো?’ এদিকে দিল্লির সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনসহ বিভিন্ন সহায়তায় ‘ত্রাণ তহবিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা নিজেই এর প্রাথমিক ঘোষণা দেন। সূত্রে খবর, দলের নেত্রী মমতা ব্যানার্জি তার বই বিক্রির রয়্যালটি থেকে প্রাপ্ত অর্থ থেকে ৫ লাখ রুপি ওই তহবিলে দান করতে পারেন। এ ছাড়াও দলের ৩৫ জন সাংসদ প্রত্যেকে ১০ হাজার রুপি করে দান করবেন তহবিলে।

সর্বশেষ খবর