বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভয় কাটিয়ে নিয়ম মেনে ঋণ দিন

নিজস্ব প্রতিবেদক

ভয় কাটিয়ে নিয়ম মেনে ঋণ দিন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘কেলেঙ্কারির ভয়ভীতি কাটিয়ে গ্রাহকদের ঋণ প্রদান করুন। হলমার্কের ঘটনার পর সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে অনেক সংকোচ ও ভীতি রয়েছে। এটি একেবারে থাকা উচিত নয়।’ গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্মেলনে ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে ফজলে কবির আরও বলেন, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঋণ দিতে হবে। আর ভয়ভীতি কাটিয়ে সব ধরনের নিয়ম মেনে ঋণ প্রদান করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনারা যেন কোনো সমস্যায় না পড়েন, এজন্য অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক সব সময় আপনাদের পাশে থাকবে।’ তিনি বলেন, ‘ঋণখেলাপি হলে শুরুতেই মামলায় যাওয়া উচিত নয়। কোনো প্রতিষ্ঠান সমস্যায় পড়লে তাকে যতটুকু প্রয়োজন সহায়তা করে কর্মযজ্ঞে ফিরে যাওয়ায় সহযোগিতা করতে হবে। কারণ মামলা করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থানে বাধা সৃষ্টি হয়।’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০৪১ সালের মধ্যেই আমরা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

 বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যাংকগুলোর ভূমিকা রয়েছে। ভবিষ্যতে তাদের সে ভূমিকা ধরে রাখতে হবে। মুজিববর্ষে আর্থিকভাবে যেন আমরা পিছিয়ে না যাই, সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে।’ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, সোনালী ব্যাংকের এ বছরের স্লোগান ‘দীপ্ত শপথ মুজিববর্ষে, আমরা যাব সবার শীর্ষে’। এ স্লোগান সামনে রেখে ব্যাংকিং খাতে আমরা শীর্ষে যেতে চাই। মুখে নয়, কাজে বাস্তবায়ন করে আগামী বছরে সোনালী ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ এক অঙ্কে নামিয়ে আনতে সক্ষম হবে। ২০১৯ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে সোনালী ব্যাংক।

সর্বশেষ খবর