বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

দেশে আইনের শাসন নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে আইনের শাসন নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিরোজপুরের ঘটনাই প্রমাণ করে দেশের বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করছে। আমরা সব সময় বলে আসছি, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। এটাই তার প্রমাণ। কারণ, পিরোজপুর আওয়ামী লীগের সভাপতিকে যখন দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় আদালত জেলে নিতে বলেছে, তখন যে অবস্থার সৃষ্টি করা হয়েছে, তাতে কয়েক ঘণ্টা পরে জামিন দিতে আদালতকে বাধ্য করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করেছে যে, দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগ যে স্বাধীন নয়, সেটা আরেকবার প্রমাণ হলো। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনের কার্যালয় থেকে জেলা দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরহাদ হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর