শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

টিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি নিয়ে তোলপাড়

শাস্তি পেতে হবে : উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টিস্যু বক্সে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছেপেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বঙ্গবন্ধুর ছবিসংবলিত টিস্যু বক্সগুলো কর্মকর্তাদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়েছিল মাউশির স্টোররুমে। কোনো কোনো কর্মকর্তা সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার শুরু করলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে টিস্যু বক্সগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পরিকল্পিতভাবে এ কাজ করা হলে অবশ্যই শাস্তি পেতে হবে। জানা গেছে, মাউশির পক্ষ থেকে এসএমএস টেকনোলজিস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ হাজার টিস্যু বক্সসহ কিছু পণ্যের কার্যাদেশ দেওয়া হয়। প্রতিটি টিস্যু বক্সের দাম ধরা হয়েছে ৫৬ টাকা। এ টিস্যু বক্সের গায়ে মুজিব শতবর্ষ লিখে বঙ্গবন্ধুর ছবি জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এ টিস্যু বক্সগুলো মাউশির ১০৬ নম্বর কক্ষে স্টোররুমে রাখা হয়। সেখান থেকে কয়েক কর্মকর্তা তা সংগ্রহ করেন। এর পরই শুরু হয় সমালোচনার ঝড়।

তবে গতকাল মাউশির উপপরিচালক (প্রশাসন) মো. রুহুল মমিন এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টিস্যু বক্সগুলোর কার্যাদেশ দেওয়া হলেও বঙ্গবন্ধুর ছবির কথা চাহিদায় বলা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি সৌজন্য হিসেবে এ ছবিটি দিয়েছে। তিনি দাবি করেন, আমরা এসব টিস্যু বক্স রিসিভ করিনি। টিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর ফেসবুকের পোস্টে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাউশিতে মুজিববর্ষের লোগো অনাকাক্সিক্ষতভাবে যত্রতত্র প্রিন্ট করার একটি ঘটনা দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে এ প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পেছনে কে তা জানাতে বলেছি। পরিকল্পিতভাবে এ কাজ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের সমাজ, প্রশাসন, রাজনৈতিক পরিমন্ডলের সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নেই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! এরা চাইবে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে। এ চ্যালেঞ্জটি আমাদের আছেই। এ বিশাল প্রশাসনের কোথায় কে কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে।’ ফেসবুকের পোস্টে তিনি অতিউৎসাহীদের সাবধান হতে বলেছেন। প্রসঙ্গত, এর আগে ২৯ ফেব্রুয়ারি বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর মুখোশ পরেছিল। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনির প্রতি চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেন এ রকম কোনো ঘটনা আর না ঘটে সেদিকে নজর দিতে হবে। এ ছাড়া মুজিববর্ষের নামে অহেতুক বাড়াবাড়ি বা কোনো অর্থের অপচয় না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর