শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইয়াবা সম্রাট আমিন হুদার কারাগারে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দী ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা মারা গেছেন। গতকাল দুপুর ১টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমিন হুদা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। তিনি হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

কারা সূত্রে জানা গেছে, তরুণদের মাঝে ডার্টি পিল ইয়াবা জনপ্রিয় করে তোলার পেছনে আমিন হুদা ছিলেন অন্যতম। নানা সময়ে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে আমিন হুদা প্রায় সাত বছর ধরে কারাগারে ছিলেন। এর মধ্যে বিভিন্ন মেয়াদে প্রায় তিন বছর কাটিয়েছেন হাসপাতালের কেবিনে। সর্বশেষ অসুস্থ অবস্থায় গত বছরের ১ আগস্ট তাকে বিএসএমএমইউতে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। বুধবার হৃদরোগে আক্রান্ত হলে আমিন হুদাকে স্ট্যান্টিং করান চিকিৎসকরা। বৃহস্পতিবার তাকে সিসিইউ থেকে পুনরায় বেডে স্থানান্তর করা হয়। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আমিন হুদার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। পরে সেখানেই বেলা ১টার দিকে মৃত্যু হয় তার। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৪ অক্টোবর মাদকসহ গ্রেফতার হন আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসান। এরপর গুলশানে তার ফ্ল্যাট থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম ও উপাদানসহ বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। দুই মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আদালত আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হককে মোট ৭৯ বছর করে সশ্রম কারাদ  দেয়। একই সঙ্গে জরিমানা করা হয়। এরপর রায়ের বিরুদ্ধে আমিন হুদা হাই কোর্টে আপিল করে জামিন চান। ২০১৩ সালে হাই কোর্ট তাকে জামিন দেঢ। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ওই বছরের ৫  মে আপিল বিভাগ জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণ করতে ও হাই কোর্টে আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে।

সর্বশেষ খবর