শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিএনপি রাস্তায় নামলে সঙ্গে আছি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি রাস্তায় নামলে সঙ্গে আছি

বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন জীবনের শেষ পর্যায়ে আরেকটি যুদ্ধ করি। সরকারের দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামুন। আমরা আপনাদের সঙ্গে আছি। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ। আ স ম আবদুর রব বলেন, আজকে আইন ও বিচার বিভাগ নিহত, আমরা আহত। কোট-কাচারিতে গিয়ে দেন-দরবার করে খালেদা জিয়ার মুক্তি হবে না। এমন ধরনের কথাবার্তা সরকার থেকে বলা হচ্ছে। মনে হয়, কোর্ট দেশ চালাচ্ছে। খালেদা জিয়ার মুক্তির সমস্যাটা কি?

একটা পত্রিকায় নিউজ করেছে- তিনি টাকায় হাত দেন নাই, তবে দুর্নীতি করছে। কীভাবে? শুনলে হাসি পায়। পিরোজপুরের ঘটনা দেখে- এটা আসলে বউকে মেরে শাশুড়িকে বা শাশুড়িকে মেরে বউকে ভয় দেখানো হচ্ছে, তোমরা বিচারকরা যদি কেউ সরকারের লোকের বিরুদ্ধে রায় দাও তাহলে  তোমাদের এই অবস্থা হবে। তিনি বলেন, পিরোজপুরের ঘটনায় বিচার বিভাগের দুরবস্থা বুঝা যায়, রাষ্ট্র আর রাষ্ট্র নেই। প্রশাসনিক বিভাগের অধীনে হলো রাষ্ট্র, আমরা সবাই। একজন দলীয় লোককে মুক্তি দেওয়ার জন্য একজন জজ বদলির চার ঘণ্টার পরে জামিনের ব্যবস্থা করা হয়। কোথায় আছি আমরা?

সর্বশেষ খবর