রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
চাপ কমাতে মনিকার সঙ্গে সম্পর্ক

বিল ক্লিনটনের নতুন বক্তব্যে তোলপাড়

প্রতিদিন ডেস্ক

বিল ক্লিনটনের নতুন বক্তব্যে তোলপাড়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দাবি করেছেন, মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর জন্যই তিনি মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার নতুন এ বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সূত্র : বিবিসি। ‘হিলারি’ নামের একটি ধারাবাহিক  তথ্যচিত্রের অংশ হিসেবে ক্লিনটন এ মন্তব্য করেছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের পাবলিক জীবন নিয়ে এ তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে ইমপিচ করা হয়েছিল। কিন্তু সিনেটের শুনানিতে তিনি রেহাই পেয়েছিলেন। এই সম্পর্কের সময় লিউনস্কি ছিলেন হোয়াইট হাউসে ২২ বছর বয়সী একজন শিক্ষানবিস। ১৯৯০ এর দশকের শেষদিকে প্রেসিডেন্ট থাকাকালীন মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমে প্রধান খবর হয়ে উঠেছিল। তারপর প্রথমে এ সম্পর্কের কথা স্রেফ অস্বীকার করেছিলেন ক্লিনটন। তবে পরবর্তীতে স্বীকার করেছিলেন যে, তার সঙ্গে ‘অসঙ্গত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ’ হয়েছিল। আবার ১৯৯৮ সালে মার্কিন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর ক্লিনটনের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ‘ওই নারীর সঙ্গে আমার কোনো যৌন সম্পর্ক ছিল না।’ অন্যদিকে লিউনস্কি উল্লেখ করেছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়েছিল। এদিকে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবং তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘হুলু’কে ক্লিনটন বলেছেন, ‘আমি যা করেছি, তা খারাপ ছিল, কিন্তু এটা এরকম ছিল না যে, কাজটা আমি ভেবেচিন্তে করেছি। বছরের পর বছর ধরে চলা মানসিক চাপ, উদ্বেগ সামলাতে আমি সেসব কাজ করেছি।’

সর্বশেষ খবর