মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

নরেন্দ্র মোদির সফর বাতিল

নয়াদিল্লি প্রতিনিধি

নরেন্দ্র মোদির সফর বাতিল

বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান করোনাভাইরাসের আশঙ্কায় পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ঢাকা সফর বাতিল করেছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও সরকারি সূত্র এই তথ্য দিয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল যে, আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের জন্য ঢাকা সফর করবেন। সরকারি সূত্র এখন  বলছে, ভবিষ্যতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠান হবে তাতে যোগ দিতে তখন প্রধানমন্ত্রী মোদি অবশ্যই ঢাকা যাবেন। এবারের সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার লক্ষ্যে রেল-সড়ক যোগাযোগ ছাড়াও বাণিজ্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী মোদি ঢাকা সফর না করলেও উভয় দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ি-ঢাকা রেল যোগাযোগসহ কয়েকটি কানেকটিভিটি প্রকল্প ঘোষণা হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও আমন্ত্রিত ছিলেন।

তাঁরাও এবার যাবেন না বলে স্থির হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ব্রাসেলস না গেলেও ঢাকা যাবেন। কিন্তু রবিবার বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী পালনের মূল অনুষ্ঠান পিছিয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী মোদি সফর স্থগিত করলেন। ইতিমধ্যে ভারতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। এখনো কোনো মৃত্যুর সংবাদ ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন স্বীকার করেননি। তবে সাবধানতা রাখতে বিদেশিদের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

গতকাল ভারতের শেয়ারবাজারে ধস দেখা দিয়েছে। গত বিশ বছরের মধ্যে বাজার সর্বাধিক নেমে গেছে আড়াই হাজার পয়েন্টের বেশি।

সর্বশেষ খবর