বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা
মুজিববর্ষ উপলক্ষে রাউন্ড টেবিলে বক্তারা

বঙ্গবন্ধু আজীবন লড়েছেন মানুষের জন্য

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু আজীবন লড়েছেন মানুষের জন্য

মুজিববর্ষ উপলক্ষে গতকাল নিউজ টোয়েন্টিফোরের উদ্যোগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আয়োজিত রাউন্ড টেবিল -বাংলাদেশ প্রতিদিন

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গোলটেবিল অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য লড়েছেন। বঙ্গবন্ধুর জীবন দর্শনই ছিল বাঙালির মুক্তি, মানুষের মুক্তি। গতকাল রাজধানীর বসুন্ধরায় ইডব্লিউএমজিএল কনফারেন্স কক্ষে ‘জাতির পিতার স্বপ্ন ও আমাদের বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এটি ছিল প্রথম গোলটেবিলের আয়োজন। গোলটেবিলে প্রধান আলোচক ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে মানুষকে মুক্তিযুদ্ধমুখী করে তোলেন। ৭ মার্চ থেকে ২৫ মার্চ ছিল অসহযোগ আন্দোলন। ২৫ মার্চ জাতি সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অনুষ্ঠানে আলোচক ছিলেন- জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক ইউজিসি চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণফোরাম নেতা অধ্যাপক ড. আবু সাইয়িদ, অবজারভার সম্পাদক ও ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান নির্বাহী নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ টোয়েন্টিফোরের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সামিয়া রহমান।

 

►  বিশেষ আয়োজন পৃষ্ঠা-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর