বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরু হবে আগামী ১৭ মার্চ। বাংলাদেশের মহান স্থপতির জন্মশতবার্ষিকীর শুরুর দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন তাঁর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য নিশ্চিত করেছেন। ড. কামাল চৌধুরী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীর দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরে বসে দেশবাসী টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এদিকে গত সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রেখে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। তিনি বলেন, গতকাল (রবিবার) আমি, রেহানা, সায়মা, রাদওয়ান সবাই মিলে পরিবারের পক্ষ থেকে আমরা মতামত দিয়েছি, জনগণের কল্যাণটা সব থেকে বড়। জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন আমাদের জন্য একটা বিশাল পাওয়া। আমরা সেটা উদযাপন করব। তা নিয়ে কোনো সন্দেহ নেই। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা এমনভাবে উদযাপন করব, যেন জনগণ কোনো ঝুঁকির মধ্যে না পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর