বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আতঙ্কিত হওয়ার কিছু নেই, করণীয় আছে

নিজস্ব প্রতিবেদক

আতঙ্কিত হওয়ার কিছু নেই, করণীয় আছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে করণীয় আছে। তা হলো সতর্ক থাকা। যেখানে সেখানে ময়লা না ফেলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। তিনি বলেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই জনসমাগম এড়াতে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বিদেশি অতিথিরা আসবেন না বলে যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, সেটা ঠিক না। মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করায় কোনো রাজনীতি নেই। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাসহ জেলা-উপজেলার হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশে করোনা শনাক্ত হওয়ার পর কিছু মুনাফালোভী মাস্ক, হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু হয়েছে, যা আরও জোরদার হবে। বেগম খালেদা জিয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরিবার বা দলের নেতার কথায় দন্ডিত আসামির মুক্তি হবে না। তবে চিকিৎসকরা তার চিকিৎসার্থে কোনো সুপারিশ করলেই কেবল তা বিবেচনাযোগ্য। মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করে পুনর্বিন্যাস করা হয়েছে। ১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও সারা দেশে সব সহযোগী সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। জেলা-মহানগর এমনকি উপজেলার নেতারা এ কর্মসূচি পালন করবেন। এ ছাড়া সারা দেশের মসজিদ, মন্দির প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ইতিহাসের বিশেষ দিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর