বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিতর্কিত লোক তৃণমূলে জায়গা পাবেন না

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত লোক তৃণমূলে জায়গা পাবেন না

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী লোক প্রবেশ করেছে। এদের দল থেকে বের করতেই আমরা কাজ করছি। কোনো বিতর্কিত লোক তৃণমূলে জায়গা পাবে না। দুঃসময়ে যারা দলে ছিল, তারাই আওয়ামী লীগে নেতৃত্ব দেবে।’  গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন। এ সময় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপ-দফতর সম্পাদক সায়েম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ আরও বলেন, ‘যারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমি দখল কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে হবে। এসব লোককে দলে রাখা চলবে না। কারণ, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন মানুষের জন্য কাজ করে। সে সংগঠনে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী থাকতে পারে না।’ পাপিয়াকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে নিউজ করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পাপিয়াকে নিয়ে বিভিন্ন পত্রিকা, অনলাইনমিডিয়া কাল্পনিক তালিকা দিয়ে নিউজ প্রকাশ করছে। কেউ যদি এ ধরনের কোনো নিউজ করে তার দায় সে এড়াতে পারে না। সত্য-মিথ্যা যাচাই না করে কাল্পনিকভাবে তালিকা প্রকাশ করে সম্মানিত ব্যক্তিদের নাম প্রকাশ করাটা দায়িত্বশীলতার মধ্য পড়ে না। যারা এসব কাজ করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

সর্বশেষ খবর