বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

এসডিজিতে সরকারের জবাবদিহিতা চাই

নিজস্ব প্রতিবেদক

এসডিজিতে সরকারের জবাবদিহিতা চাই

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি দেখতে চান বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। তিনি বলেছেন, বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারকে ভুলে গেলে চলবে না যে এসডিজি একটি সর্বজনীন বৈশ্বিক কর্মসূচি। তাই বিদেশি সহযোগী যারা আছেন, তাদের দায়িত্বটাও স্মরণ করিয়ে দিতে হবে। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে বিভিন্ন এনজিওর সমন্বয়ে গঠিত ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। তিনি এই নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। দিনব্যাপী পাঁচটি অধিবেশনে বিভক্ত ওই সম্মেলনে বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম, ওয়াটার এইডের দক্ষিণ এশীয় পরিচালক মো. খাইরুল ইসলাম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর