বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনায় স্থগিত মুজিববর্ষের টি-২০

ক্রীড়া প্রতিবেদক

করোনায় স্থগিত মুজিববর্ষের টি-২০

করোনাভাইরাসের ছোবলে জর্জরিত গোটা পৃথিবী। থাবা পড়েছে বাংলাদেশেও। তবে ব্যাপকহারে নয়। তারপরও শঙ্কিত জনজীবন। করোনাভাইরাসের ধাক্কায় টালমাটাল সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। বাদ পড়েনি বাংলাদেশও। করোনাভাইরাসের শঙ্কায় মুজিববর্ষ উপলক্ষে পরিকল্পিত ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে ১৮ মার্চ ভারতের বিশ্বখ্যাত সুরকার ও গায়ক এ আর রহমানের কনসার্টও স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। তবে সুযোগ ও সবিধা মতো ম্যাচ দুটি ও কনসার্ট আয়োজনের পরিকল্পনা এখনো রেখেছে বিসিবি। করোনার ধাক্কায় বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরও সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে। পিছিয়ে যাচ্ছে ১৫ মার্চ শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগ। করোনাভাইরাসের ভয়ে এএফসি ২৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপ ফুটবল ও এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব ম্যাচটি স্থগিত করেছে। এবার বিসিবি সে পথে হাঁটল। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি ২১ ও ২২ মার্চ মিরপুরে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এশিয়া একাদশে বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ, ভারতের বিরাট কোহলি, ঋশাভ পান্থ, শিখর ধাওয়ান, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, আফগানিস্তানের রশীদ খান, মুজিব উর রহমান এবং নেপালের সন্দীপ লামিচানের খেলার কথা। বিশ্ব একাদশে ক্রিস গেইল, অ্যালেক্স হেইলস, নিকোলাস পুরান, ফাপ ডু প্লেসিসদের খেলার কথা। করোনাভাইরাসের জন্য এসব ক্রিকেটার খেলতে আসতে চাইছেন না। তাই বাধ্য হয়ে বিসিবি স্থগিত করেছে ম্যাচ দুটি। ১৮ মার্চ কনসার্টে একটি বাংলা ও একটি হিন্দি গান গাওয়ার কথা ছিল এ আর রহমানের। এটাও স্থগিত করেছে বিসিবি। স্থগিত করার ব্যাখ্যায় বিসিবি সভাপতি বলেন, ‘১৮ তারিখের এ আর রহমানের কনসার্ট ছোট পরিসরে করতে পারতাম। কিন্তু আমরা বড় আঙ্গিকে করতে চাই বলে স্থগিত করেছি। একই অবস্থা ম্যাচ দুটির ক্ষেত্রেও। যে কোনো সময় ম্যাচ দুটি আয়োজন করার সুযোগ রয়েছে বলে স্থগিত করেছি।’ একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে ২৯ মার্চ করাচি যাওয়ার কথা বাংলাদেশের। করোনার জন্য সেটা হয়তো পিছিয়ে যেতে পারে।

সর্বশেষ খবর