শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

আতঙ্কে বিচ্ছিন্ন বিশ্ব

বাংলাদেশ ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা আমেরিকাসহ দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা করোনা গোপন করলে ২ মাস, অসহযোগিতা বা বাধা দিলে ৩ মাস জেল

কূটনৈতিক প্রতিবেদক

আতঙ্কে বিচ্ছিন্ন বিশ্ব

ঢাকায় গতকাল সতর্কতা

করোনাভাইরাস আতঙ্কে প্রায় বিচ্ছিন্ন হতে চলেছে বিশ্ব। এক মাসের জন্য ইউরোপের ২৭ দেশ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ের জন্য গোটা বিশ্বের জন্য ভিসা স্থগিত করেছে ভারত। সব ভিসা বাতিল করেছে শ্রীলঙ্কাও। বিশ্বের বেশির ভাগ দেশের জন্য বন্ধ রয়েছে থাইল্যান্ডের ভিসা। ইউরোপের বেশির ভাগ দেশের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোয় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত। প্রতিবেশী দেশগুলোয় ট্রানজিটে থাকা যাত্রীদেরও প্রবেশ করতে দিচ্ছে না সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশ। বিশ্বের ছোট-বড় বেশির ভাগ দেশেই প্রবেশে নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। করোনার প্রাদুর্ভাবে দুই মাস ধরেই কমতে থাকা এয়ারলাইনগুলোর ফ্লাইট এবার একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের দেশগুলোর যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট বন্ধ হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোর ভারতগামী সব ফ্লাইট বন্ধের ঘোষণা এসেছে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শুক্রবার থেকে তাই বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে  দেশের দুটি বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস। শুধু বিশ্বের বিভিন্ন দেশেই নয়, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নানা সতর্কতা চলছে কয়েক দিন ধরেই। এবার চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সফর করা যে কোনো বিদেশি নাগরিকের ১৪ দিন সেল্্ফ কোয়ারেনটাইন বাধ্যতামূলক করেছে সরকার। বিদেশি দূতাবাসগুলোয় পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভারবালে বলা হয়েছে, বাংলাদেশে থাকা বিদেশি কিংবা জরুরি প্রয়োজন বা কেবলই ভ্রমণের উদ্দেশ্যে ঢাকায় আসা বিদেশি নাগরিক যারা চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছেন কিংবা ভিন্ন কোনো দেশ ভ্রমণকালে চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার কোনো না কোনো বিমানবন্দর ব্যবহার করেছেন বা ট্রানজিটে সময় কাটিয়েছেন, তাদের ঢাকা পৌঁছার দিন থেকে ১৪ দিন সেল্্ফ কোয়ারেনটাইনে থাকতে হবে। ওই ১৪ দিনের মধ্যে অর্থাৎ ১৪তম দিনেও যদি কারও শরীরে জ্বর আসে এবং তা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, সঙ্গে হাঁচি-কাশি অথবা গলাব্যথা বা শ্বাসকষ্ট কিংবা ডায়েরিয়া হয়, তাহলে অবশ্যই তাকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করতে হবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৩১৩ জন। গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার করোনাকে পৃথিবীব্যাপী মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভারতের কর্ণাটকে গতকাল একজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর শরীরে করোনা পাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউজ। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে কুয়েতে গণপরিবহন চলাচল বন্ধ বলে জানিয়েছে।

গতকাল এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের দেশের সীমানার মধ্যে নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছি। শুক্রবার থেকে এ ঘোষণা পরবর্তী ৩০ দিনের জন্য কার্যকর থাকবে।’ এই ‘কঠোর কিন্তু প্রয়োজনীয়’ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের জন্য কার্যকর হবে না বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্প বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরিস্থিতির ওপর নজর রাখা হবে এবং পরিস্থিতির উন্নয়নসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভাইরাস দমনে ৮.৩ বিলিয়ন ডলার বরাদ্দের কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঝুঁকি আমাদের অনেকটাই কম। কারণ আমাদের রয়েছে সর্বোত্তম পরিষেবা এবং চৌকস চিকিৎসক দল।’ এ সময় তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেন। এ ছাড়া বয়স্কদের ঘরে থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কারও শরীর ভালো না লাগলে তিনি যেন ঘরে থাকেন। ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বড় ধরনের অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পর মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও করোনাভাইরাস ঠেকাতে দেশটিতে ইউরোপের সব নাগরিকের ঢোকা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। গুয়েতেমালার স্বাস্থ্যমন্ত্রী হুগো মনরয় গতকাল থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেন। একই ধরনের নির্দেশ দিয়েছে ভূমধ্যসাগরের দেশ মাল্টাও। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘ভারত ভ্রমণের জন্য নির্দেশনা’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্প ভিসা ছাড়া সব বিদ্যমান ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। এটি ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে বহির্গমন বন্দরে কার্যকর হবে। ১২ মার্চ বা এর আগে ভারতীয় হাইকমিশন বা ভারতীয় সহকারী হাইকমিশনসমূহ কর্তৃক প্রদত্ত সব বৈধ ভিসা ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ১৩ মার্চ থেকে কোনো নতুন ভিসা দেওয়া হবে না। ওসিআই কার্ডধারীদের ভিসাবিহীন ভ্রমণও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়া ভারতীয় নাগরিকদের বিদেশে সব অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে ভারতের এ নির্দেশনায়। ভারতের পর গোটা বিশ্বের জন্য ভিসা স্থগিত করেছে শ্রীলঙ্কাও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কাউকে ভিসা দেওয়া হবে না বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। গতকাল শ্রীলঙ্কা হাইকমিশন থেকে ভিসা বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া করোনাভাইরাস রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে আজ শুক্রবার থেকে ইতালি, জার্মানি, ফ্রান্স ও স্পেনের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে রাশিয়া। এ ছাড়া ইতালির নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে দেশটি। ইতালি, দক্ষিণ কোরিয়া, চীন ও ইরানের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে লেবানন। ফ্রান্স, মিসর, সিরিয়া, ইরাক, স্পেন, যুক্তরাজ্য, জার্মানির কোনো নাগরিক ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। কুয়েতে ১২ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি সেবা চালু থাকলেও নাগরিকদের রেস্তোরাঁ, ক্যাফেতে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোয় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে কুয়েত। কুয়েত সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট আসা-যাওয়া করবে না। তবে বিদেশ থেকে কুয়েতি করোনা আক্রান্ত রোগীদের আনার জন্য বিশেষ ও কার্গো বিমান চালু থাকবে।

করোনার ঝুঁকি এড়াতে ৩৩ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ : ইউনেস্কোর তথ্যমতে, করোনাভাইরাসের প্রভাবে অন্তত ৩৩টি দেশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৭টি দেশ গোটা রাষ্ট্রে এবং ১৬টি দেশ বিশেষ কোনো শহর, জেলা বা অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে ৩৬৩ মিলিয়নের বেশি শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলায় শিক্ষকরা সরাসরি শিক্ষা দিতে চাইছেন না। তাই পাঁচ দিনের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তল্পিতল্পা গোটাতে বলা হয়েছে। ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস থেকেও শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে যেতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে অনলাইন ক্লাসে যেতে বলা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এর বিস্তার ঠেকাতে সব ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে। স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া ও বড় ধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করা এবং লোকদের বাড়িতে অবস্থান করে কাজ করার পরামর্শ প্রদান করা হয়েছে।

প্রবাসীদের যে যেখানে আছেন সেখানেই থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে আসা প্রবাসীরা ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়লেও তাদের এখন দেশেই অবস্থানের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সৌদি আরব, কাতার ও কুয়েতপ্রবাসী যারা দেশে আছেন, তাদের ভিসার মেয়াদ বাড়বে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবের বিষয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব বলেছে, তারা আপাতত ওমরাহ বন্ধ রেখেছে। প্রবাসী যারা দেশে আছেন, তাদের এখন ফেরার দরকার নেই। দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের ভিসা এক্সটেনশন হবে। আর যারা নতুন করে কাজে যেতে চাইছেন, তারাও পরে গিয়ে একই স্থানে কাজে যোগ দিতে পারবেন। কুয়েত বলেছে, তারা সব দেশের ফ্লাইট বন্ধ করেছে। যারা দেশে এসেছেন, পরে যাবেন। বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং স্বাস্থ্য সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব ও প্রবাসীকল্যাণ সচিব উপস্থিত ছিলেন।

আজ থেকে ভারতগামী সব ফ্লাইট বন্ধ : বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস ভারতে প্রতি সপ্তাহে মোট ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে বিমান চলাচল করে কলকাতা ও দিল্লি রুটে। ইউএস-বাংলার ফ্লাইট রয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। নভোএয়ারের ফ্লাইট রয়েছে কলকাতা রুটে। বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘কলকাতায় প্রতিদিন দুটি করে বিমানের ফ্লাইট রয়েছে। দিল্লিতেও প্রতিদিন একটি করে ফ্লাইট ছিল। তবে করোনাভাইরাসের কারণে কয়েক দিন ধরে ঢাকা-দিল্লি রুটে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানো হচ্ছিল। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আগামীকাল (আজ) শুক্রবার সন্ধ্যার পর বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না।’ নভোএয়ারের সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম বলেন, শুক্রবার থেকে সন্ধ্যায় নভোএয়ারের ফ্লাইট যাত্রী ছাড়াই কলকাতায় যাবে। সেখান থেকে ফিরতি যাত্রীদের আনা হবে। তবে ১৪ মার্চ থেকে কলকাতা ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় প্রতি সপ্তাহে ১৩টি ফ্লাইট ছিল ইউএস-বাংলা এয়ারলাইনসের। তবে ১৫ মার্চ পর্যন্ত ঢাকা-চেন্নাই রুটে এবং ১৬ মার্চ পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে কেবল ফিরতি যাত্রীদের আনতে ফ্লাইট চালাবেন তারা। শুক্রবার থেকে ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের যাত্রীদের কলকাতা ও চেন্নাইয়ে নেওয়া হবে না বলে জানান তিনি। এর পর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলার ভারতের ফ্লাইট বন্ধ থাকবে।

সংক্রামক রোগ প্রতিরোধ আইন না মানলে তিন মাসের কারাদন্ড : করোনাভাইরাস মোকাবিলায় ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ প্রয়োগের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আইনে রোগ প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের কাজে বাধা দিলে বা অসহযোগিতা করলে অনূর্ধ্ব তিন মাস কারাদন্ড বা অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এ ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে অনূর্ধ্ব দুই মাস কারাদন্ড বা অনূর্ধ্ব ২৫ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। করোনাভাইরাস মোকাবিলায় জনস্বার্থে গতকাল এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আইন অনুযায়ী কোনো এলাকায় কেউ যদি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন বলে প্রতীয়মান হয় বা কেউ সংক্রামক রোগে মৃত্যুবরণ করেন বা কোনো ব্যক্তি, কোনো বাসগৃহ, প্রাঙ্গণ বা এলাকায় সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে অবহিত হন, তাহলে তাকে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট সিভিল সার্জনকে অবহিত করতে হবে। না হলে তিনি আইনের চোখে অপরাধী।

সুপ্রিম কোর্টে প্রভাব : করোনাভাইরাসের প্রভাব এবার পড়ল বিচার বিভাগে। এর ফলে আগামী রবিবার থেকে প্রকাশিত হচ্ছে না হাই কোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট)। কজ-লিস্ট ছাপানোর অন্যতম উপাদান পি.এস প্লেট আসে চীন থেকে। করোনাভাইরাসের প্রভাবে এখন চীন থেকে ওই প্লেট আমদানি করা যাচ্ছে না। ফলে ছাপানো যাচ্ছে না কজ-লিস্ট। কবে নাগাদ চীন থেকে ওই প্লেট আমদানি করা সম্ভব হবে সেটাও নিশ্চিত করে বলতে পারেনি আমদানিকারকরা। এ অবস্থায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর