শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে রাজনীতি করছি না

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ে রাজনীতি করছি না

করোনাভাইরাস নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনাভাইরাস একটা মহামারী। এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেই রাজনীতি নেই বলেই আমরা সরকারের দোষত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছি।  গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় পর্যন্ত ফুটপাথে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের হাতে ‘করোনা থেকে নিজেকে রক্ষা করুন’ শিরোনামে এক পৃষ্ঠার লিফলেট তুলে দেন মির্জা ফখরুলসহ বিএনপির নেতা-কর্মীরা। এই লিফলেটে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিরও উল্লেখ রয়েছে। লিফলেট বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম, সেলিম রেজা হাবিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আজকে আমরা ঢাকাসহ সারা দেশে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ শুরু করেছি। এই লিফলেট বিতরণ একটি মাত্র উদ্দেশ্য, এ ধরনের মহামারী থেকে রক্ষায় জাতিকে সচেতন করা এবং আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। দলের সব কর্মসূচি স্থগিত রাখার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা বড় কর্মসূচি স্থগিত করেছি। আমাদের অন্যান্য অঙ্গসংগঠনের যেসব কর্মসূচি ছিল তার বেশির ভাগই স্থগিত করেছি। আমাদের সব শাখাকে বলে দিয়েছি তারা সজাগ থাকবে, সচেতনতা সৃষ্টি করবে এবং আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি দেশেই এই করোনাভাইরাসকে প্রতিরোধ করার জন্য, এর থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জরুরি অবস্থা ঘোষণা করছে বেশির ভাগ ক্ষেত্রে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বাংলাদেশে সেই সচেতনতা সৃষ্টি করা হয়নি। মির্জা ফখরুল বলেন, আমরা সংবাদ সম্মেলন বলেছিলাম যে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে তারা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

সর্বশেষ খবর