শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মসজিদে মোনাজাত সচেতনতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মহামারীর আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশসহ বিশ্বের সব মানুষ যেন করোনা থেকে রক্ষা পায় এ জন্য মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের করোনাভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানান খতিব মহিবুল্লাহিল বাকী নদভী। ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে খতিব জুমার খুতবায় করোনাভাইরাস বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। নামাজ শেষে বিশেষ দোয়া করেন তিনি। মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন। করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করতে দেশবাসীকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করেন খতিব মহিবুল্লাহিল বাকী নদভী। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি মসজিদে জুমার খুতবায় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে দিকনির্দেশনা দেওয়া হয় এবং দোয়া করা হয়। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে মসজিদে ভারতে নিহত ও নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া এবং করোনাভাইরাস থেকে মুসলমানদের হেফাজতের জন্য দোয়া করে। করোনাভাইরাসের মহামারী থেকে বিশ^বাসীর হেফাজতের জন্য সমমনা ইসলামী দলগুলো গতকাল সারা দেশের মসজিদে বিশেষ দোয়া করেছে।

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ইসলামী সমাজ ‘করোনাভাইরাসসহ সকল আজাব-গজব থেকে পরিত্রাণ লাভের উপায়’ শীর্ষক আলোচনা সভা করেছে।

সর্বশেষ খবর