শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মৃত্যু পাঁচ হাজার ১৩১ দেশে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার

কানাডার প্রধানমন্ত্রীর পরিবার আইসোলেশনে

প্রতিদিন ডেস্ক

নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজারেরও বেশি। এ ভাইরাসকে কেন্দ্র করে কার্যত সারা বিশ্ব এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি। খবরে বলা হয়েছে, ইউরোপ ও আমেরিকায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় মাত্র চার দিনে আরও ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেছে পাঁচ সহস্রাধিকে। আড়াই মাসে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১৩১টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘিœত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। কোথাও কোথাও খেলা চলছে গ্যালারি শূন্য রেখে। বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালসহ আরও কয়েকটি দেশ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। জমায়েত ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শহরে। করোনাভাইরাস পরীক্ষা করা নিয়ে জটিলতায় থাকা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুল বন্ধ রাখার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হচ্ছে। কোথাও কোথাও নিত্যপণ্যের দোকানে জরুরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। আতঙ্কের মধ্যে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী সোফি আক্রান্ত : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়েরট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ট্রুডোর কার্যালয় থেকে এ কথা ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করার পর এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গতকাল তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ খবর