মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

নতুন আরও তিনজন আক্রান্ত

কোয়ারেন্টাইনে ২৪৭১ সভা-সমাবেশ বন্ধের আহ্বান সিনেমা হল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নতুন আরও তিনজন আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন শিশু, একজন নারী। এ নিয়ে এই ভাইরাসে মোট আটজন আক্রান্ত হলেন। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। বর্তমানে হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অপরিচিত মানুষের সমাবেশ হয় এমন আয়োজন বন্ধ রাখুন।’ সূত্র জানিয়েছে, সারা দেশে ২ হাজার ৪৭১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর আইসোলেশনে রয়েছেন ১০ জন। অবশ্য সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপ থেকে বাংলাদেশে যাত্রী এনেছে কাতার এয়ারওয়েজ। সংবাদ সম্মেলনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্ত হওয়া নতুন তিনজন বিদেশ থেকে আসা নন। দ্বিতীয় দফায় ইতালি ও জার্মানি থেকে আসা আক্রান্ত দুজনের একজনের পরিবারের সদস্য তারা। নতুন যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে দুই শিশুর বয়স ১০ বছরের নিচে, অন্যজন নারী। দুই শিশুর জ্বর-সর্দি ছিল। তাদের সবার সংক্রমণই ‘মৃদু’। তাদের শারীরিক অবস্থা ভালো। কিন্তু তাদের মধ্য থেকে যেন আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে রেখেছি। অন্যান্য দেশের মতো তাদেরও বাড়িতে রেখে চিকিৎসা করা যেত। কিন্তু আমরা তা করছি না। এ নিয়ে বাংলাদেশে মোট আটজনের এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন; হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন।’ তিনি বলেন, এ মুহূর্তে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে হলে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে।

করোনার কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন করোনা প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর