মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রথম ভ্যাকসিন টেস্ট যুক্তরাষ্ট্রে

মৃত বেড়ে ৬৫১৮, বলিউডে শুটিং বন্ধ

প্রতিদিন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় প্রথম ভ্যাকসিন টেস্ট শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গতকাল ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মান্যান্ট রিসার্চ সেন্টারে বহুল কাক্সিক্ষত এ ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সফল হলে এ ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর লাগতে পারে। সূত্র এপি, রয়টার্স, বিবিসি। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের অর্থায়নে মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের এ পরীক্ষা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছেন কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। তাদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে। করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৬ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬০৫।

বিশ্বজুড়ে বিনোদন অঙ্গনের ওপর আঘাত হানছে করোনাভাইরাস। এ অবস্থায় বলিউডে প্রায় সব শুটিং বন্ধ রাখা হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে রানী দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে গতকাল আরও একজন প্রভাবশালী ধর্মীয় নেতার মৃত্যু হয়েছে। তিনি হলেন আয়াতুল্লাহ হাশেম বাদাবি গোলপায়েগনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

চীনের ১৩ প্রদেশে নেই করোনা : চীনের ১৩টি প্রদেশে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি গতকাল সকালে এ খবর দিয়েছে।

সর্বশেষ খবর