মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ ০০:০০ টা
পরামর্শ

যেখানে সেখানে থুতু কাশি ফেলবেন না

অধ্যাপক ডা. এ এইচ এম ওয়ালিউল ইসলাম

করোনা এক ধরনের সংক্রামক রোগ। করোনা পরিবারের নতুন সদস্য নোভেল করোনাভাইরাস, যা মানবদেহে সংক্রমণের বিষয় প্রথম শনাক্ত হয় গত ১৯ ডিসেম্বর ২০১৯ চীনের উহান প্রদেশে। চীনের একজন চক্ষু চিকিৎসক প্রথম এই সংক্রামক ভাইরাসের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন ও অত্যন্ত দুঃখজনক যে তিনি নিজেই আক্রান্ত হয়ে মারা যান।

করোনাভাইরাস ভারী হওয়ায় ড্রপলেট ইনফেকশন হিসেবে ছড়িয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশির সঙ্গে জ্বর মাথা ব্যথা ও গলা ব্যথা হতে পারে। সঙ্গে গা, হাত, পা ব্যথা ও দুর্বল বোধ করা, শ্বাসকষ্ট বেড়ে মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যুবরণ করতে পারেন। কাজেই প্রতিরোধে বারবার সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, চোখ-মুখ স্পর্শ না করা, হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা প্রয়োজন। লেখক : ইন্কাটারভেনশনাল কার্ডিওলজিস্ট, এ্যাপোলো হসপিটালস, ঢাকা।

সর্বশেষ খবর