শিরোনাম
বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষে মমতার শ্রদ্ধা

কলকাতা প্রতিনিধি

মুজিববর্ষে মমতার শ্রদ্ধা

বাংলাদেশের জাতির জনক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়সহ রাজ্য সরকারের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসসহ অন্য দলের বিধায়করা। এ অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ ও ভারতের জাতীয় সংগীত ‘জনগণ মন অধিনায়ক’ পরিবেশন করা হয়। তাতে গলা মেলান মমতা ব্যানার্জি, সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনসহ অন্যরা। এ অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেন, ‘ভারত-বাংলাদেশের যে সম্পর্ক তা কেবল আজকের নয়, চিরকালের।’

এর আগে টুইটারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মমতা লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা। দক্ষিণ এশিয়ার মহান নেতাদের মধ্যে তিনি অন্যতম, যিনি একটা প্রজন্মকে তাদের মাতৃভাষা ও মাতৃভূমির জন্য লড়াই করতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারকে আমার শুভেচ্ছা।’

সর্বশেষ খবর