বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

কর্মস্থলে থাকতে হবে মাঠ প্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের

নিজামুল হক বিপুল

খুব জরুরি প্রয়োজন ছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি কিংবা কর্মস্থলের বাইরে যেতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল জেলা প্রশাসকদের (ডিসি) মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেশ কয়েজন ডিসি এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে ডিসিদের কাছে এ বার্তা পৌঁছানো হয়েছে। একাধিক জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ সংকট চলাকালীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত অতি জরুরি প্রয়োজন ছাড়া ছুটি নিতে পারবেন না। জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে সরকারি অফিসগুলোকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে আপাতত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা যেন নিজ কর্মস্থলের বাইরে না যান সে লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে সরকার। চট্টগ্রাম বিভাগের এক ডিসি জানান, ছুটি বাতিল নয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজই (বুধবার) মৌখিক নির্দেশনা পেয়েছি যে, কর্মকর্তা-কর্মচারীরা যেন জরুরি প্রয়োজন ছাড়া নিজ কর্মস্থলের বাইরে না যান। ইতিমধ্যে বিষয়টি জেলা ও উপজেলায় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মূলত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে খুলনা বিভাগের একটি প্রান্তিক জেলার ডিসি গতরাতে বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি এখন পর্যন্ত নির্দেশনাটি পাননি। তবে তার জেলায় সবাই সতর্ক রয়েছেন জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মিটিং রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মাঠ প্রশাসনে অনেক কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত ছুটি নিয়ে ঢাকায় যাতায়াত করেন। আবার ঢাকা থেকে অনেকে নিজের এলাকায় যান বিভিন্ন কাজে। এভাবে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে। এ বিষয়টি রুখতেই আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সরকার। খুব জরুরি প্রয়োজন ছাড়া দর্শনার্থী পাস না দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। এর আগে গত সপ্তাহ থেকেই অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তারা যারা পাস দিতে পারেন তারা দর্শনার্থী পাস ইস্যুর ক্ষেত্রে নিজে থেকেই নিয়ন্ত্রণ করছিলেন। এ অবস্থায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হলো। প্রসঙ্গত, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবরা শুধু মন্ত্রিসভার বৈঠকের দিন ছাড়া সপ্তাহের অন্য কার্যদিবসগুলোতে পাঁচটি করে পাস ইস্যু করতে পারেন। এদিকে রবিবার থেকে সচিবালয়ের প্রবেশ ফটকে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। যাদের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদের প্রবেশ ফটকে তাপমাত্রা মাপার সঙ্গে যুক্ত সচিবালয় ক্লিনিকের একজন সেবিকা জানান, কাজ শুরু করার পর এ পর্যন্ত ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কাউকে তারা পাননি। ১০০ ডিগ্রির বেশি তাপমাত্রার কাউকে পাওয়া গেলে তাকে সচিবালয়ে প্রবেশের অনুমতি না দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়ার নির্দেশনা রয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একজন ডাক্তার, দুজন সেবিকা ও একজন স্যানিটারি ইন্সপেক্টর তাপমাত্রা পরিমাপের কাজে নিয়োজিত রয়েছেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করছেন।

সর্বশেষ খবর