শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা
বিশেষজ্ঞরা যা বলছেন

পর্যাপ্ত প্রস্তুতির অভাব

-ডা. জাফরুল্লাহ চৌধুরী

মাহমুদ আজহার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মরণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভার রয়েছে। নেই দক্ষ জনবলও। বিশেষ করে চিকিৎসক, নার্স, পুলিশ প্রশাসনসহ স্বাস্থ্যকর্মীদের দ্রুত ট্রেনিং দেওয়া জরুরি। তিনি বলেন, রোগী বাঁচাতে গিয়ে নিজেরাই রোগী হয়ে গেলে চলবে না। আমি মনে করি, সরকারের দ্রুত সব সরঞ্জাম নিয়ে আসা উচিত। আন্তর্জাতিক এই মহামারী মোকাবিলায় দল-মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা কিট তৈরিতে ইংল্যান্ড থেকে কাঁচামাল আনতে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছি। কিট তৈরি করতে প্রয়োজনীয় কাঁচামাল এক সপ্তাহের মধ্যে আমদানি করব। সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের কিটে ব্যবহৃত কাঁচামালে শতভাগ ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। একই সঙ্গে বিমানবন্দরে কোনো আমলাতান্ত্রিক জটিলতায় এগুলো  যেন পড়ে না থাকে। দেশে আসামাত্রই যেন আমরা কাঁচামালগুলো হাতে পাই। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ১০ হাজার ভাইরাস শনাক্তকরণ কিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এক মাসে এক লাখ কিট তৈরি করা সম্ভব। স্বল্প খরচে করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘কিট’ তৈরি করতে সক্ষম গণস্বাস্থ্য কেন্দ্র। সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে মাত্র ২০০-২৫০ টাকায় কিট পাওয়া যাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্ট্রি বলেন, নভেল করোনাভাইরাস নিয়ে ভয় বা আতঙ্ক নয়, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। দেশবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এজন্য সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু লিফলেট বিতরণ নয়, সারা দেশেই জেলা-উপজেলা পর্যায়ে কার্যকর আইসোলেশন ইউনিট স্থাপন করতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা সতর্কতায় শুনলাম ভারত আমাদের সব ধরনের ভিসা স্থগিত করেছে। একইভাবে আমাদের সরকারেরও উচিত হবে, প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সব দেশের ভিসা সাময়িকভাবে স্থগিত করা। কেউ যেন বাংলাদেশে আসতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব ফ্লাইটও বন্ধ করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, সারা দেশে প্রায় ৯০ হাজার মানুষ কারাগারে বন্দী। আমি মনে করি, এর মধ্যে শুধু ফাঁসির আসামি বাদে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দেওয়া উচিত। নইলে কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।

সর্বশেষ খবর