শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রয়োজনে শাটডাউন যে কোনো এলাকা

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে শাটডাউন যে কোনো এলাকা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নভেল করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে দেশের যে কোনো এলাকা শাটডাউন করা হবে। গতকাল তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে দেশের টেলিভিশন ও নাট্যাঙ্গন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এই মুহূর্তে কোথাও শাটডাউন করা বা এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে সেটি যে কোনো জায়গায় হতে পারে। তথ্যমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হাছান মাহমুদ বলেন, অনেক জায়গায় দেখা গেছে প্রচুর প্রবাসী চলে এসেছেন। নির্দিষ্ট কিছু স্থানে শত শত, হাজার ছাড়িয়ে এমনও আছে তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে কারও করোনাভাইরাস থাকলে ঘুরে বেড়ালে সংক্রমণ হবে, এসব ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, একটি গুজব ছড়ানো হয়েছে ইউনাইটেড হাসপাতালের চারজন ডাক্তার আক্রান্ত হয়েছেন। এ ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। নভেল করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, কভিড-১৯ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিভিন্ন কার্যক্রম স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বোম্বে ও  কলকাতায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্ক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেশগুলো নিজেদের মুক্ত রাখতে পারেনি। হাছান মাহমুদ বলেন, দেশকে মুক্ত রাখার জন্য নানা পদক্ষেপ ও নির্দেশনা দেওয়ার পরও অনেক প্রবাসী তা না মানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনাভাইরাস যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে সব রাজনৈতিক সমাবেশ স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর