শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত বেড়ে ২০, আশঙ্কাজনক ১, আইসোলেশনে ৩০

দুই কোয়ারেন্টাইন সেন্টারে কাজ শুরু করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

আক্রান্ত বেড়ে ২০, আশঙ্কাজনক ১, আইসোলেশনে ৩০

উত্তরা দিয়াবাড়ীতে কাজ শুরু করেছে কোয়ারেন্টাইন ইউনিটের সেনা সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ  ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে তিনজন নতুন করে আক্রান্ত। এর মধ্যে একজন নারী, দুজন পুরুষ। নারীর বয়স ৩০ বছর। পুরুষ একজনের বয়স ৩০। আরেকজনের ৭০ বছর, তিনি আইসিইউতে আছেন জটিল অবস্থায়। তিনি অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। আক্রান্তের মধ্যে একজন ইতালিফেরত, অন্য দুজন প্রবাসীর সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে আইসোলেশনে আছেন ৩০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা বলেন, ‘নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পোস্টার ও লিফলেট দিয়ে আমরা সচেতনতামূলক বার্তা প্রচার করছি।’ স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ১৪৯ জন, মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ১৫৮ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ হাজার ১৬২ জন এবং মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ হাজার ২৬৪ জন। কভিড-১৯ আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছে ১০৭ জনকে। গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪৩৩ জনের। এর মধ্যে ২০ জন ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস-সংক্রান্ত জিজ্ঞাসায় স্বাস্থ্য বাতায়নে ফোনকল এসেছে ২০ হাজার ৮৮৫টি, ৩৩৩ হটলাইন নম্বরে কল এসেছে ২ হাজার ১১০টি, আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৩ হাজার ৩৪টি। সব মিলিয়ে মোট ফোনকলের সংখ্যা ২৬ হাজার ২৯টি। গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ১০০, সমুদ্রবন্দরে ২৭৫, স্থলবন্দরে ৩ হাজার ৫৯৩ জন যাত্রীকে স্ক্যানিং করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন বন্দর দিয়ে দেশে প্রবেশ করা ৬ লাখ ৪৫ হাজার ৭৪২ জন যাত্রীকে স্ক্যানিং করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুসারে, কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৭, সিলেটে ১ হাজার ২১৪, পাবনায় ৩৯৯, সিরাজগঞ্জে ১১৩, বরগুনায় ১৪৩, বরিশালে ৭৬৪, কিশোরগঞ্জে ২৮২, হবিগঞ্জে ২৩৭, টাঙ্গাইলে ২৬০, দিনাজপুরে ৫১, চাঁপাইনবাবগঞ্জে ৩৫১, ফরিদপুরে ৪৬৩, ফেনীতে ১ হাজার ১৩, খাগড়াছড়িতে ১৪, মুন্সীগঞ্জে ১৫২, বাগেরহাটে ৫১০, বগুড়ায় ৩০৮, কুমিল্লায় ৮৭০, নারায়ণগঞ্জে ৭৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পিরোজপুর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন একজন। নিউইয়র্কে বাংলাদেশি একই পরিবারের সবাই করোনা আক্রান্ত : নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের এলমাহস্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ক্যাবচালক ৪৮ বছর বয়সের পুরুষ প্রথমে আক্রান্ত হন। পরে ৩৭ বছরের স্ত্রীও আক্রান্ত হন। তাদের ১৩ ও ১৫ বছরের দুই সন্তানও পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়। ইতালিতে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত : করোনাভাইরাসে ইতালিতে আরও এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। তিনি দুই দিন ধরে ক্রেমনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইতালির উত্তরাঞ্চল মিলানের পাশে ক্রেমনায় বাস করেন তিনি। এ নিয়ে ইতালিতে চার বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। করোনা চিকিৎসায় প্রস্তুত শেখ হাসিনা বার্ন ইউনিট : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শেখ হাসিনা বার্ন ইউনিটকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ইউনিভার্সাল ফিভার (জ্বর) ক্লিনিকের কনসালট্যান্ট ডা. আহমেদুল কবির এ তথ্য জানান। রেলস্টেশনে জীবাণুনাশক স্প্রে : করোনাভাইরাস প্রতিরোধে গতকাল সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। করোনার কারণে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা, বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। বন্ধ হলো মিরপুর চিড়িয়াখানা : করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরের এ চিড়িয়াখানা বন্ধ থাকবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দর্শনার্থীদের জন্য বন্ধ জাতীয় জাদুঘর : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর। গতকাল জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলার জন্য জাদুঘরের সমস্ত গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িক বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজ চলবে। ইজতেমা ময়দানে কোয়ারেন্টাইন হচ্ছে না : টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ব ইজতেমা মাঠে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত প্রত্যাহার করে উত্তরার দিয়াবাড়ী ও আশকোনা হজ ক্যাম্পে করার সিদ্ধান্ত হয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দরসংলগ্ন আশকোনা হজ ক্যাম্প ও উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮)-সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় পৃথক দুটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করল বাংলাদেশ বিমান : বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা-ব্যাংকক রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত। তবে করোনার প্রভাবে গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রীয় এ বিমান সংস্থা। এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতে ফ্লাইট বন্ধ করেছে বিমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু থাকা সব আন্তর্জাতিক রুট বন্ধ করা হয়েছে। গতকাল বিমান সংস্থা ‘ফ্লাই দুবাই’ ফ্লাইট চলাচল বন্ধের কথা জানিয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার কমোডর সরওয়ার ই জাহান বলেন, ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় সব আন্তর্জাতিক রুট বর্তমানে বন্ধ রয়েছে। এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চললেও অনিয়মিত। তাই আন্তর্জাতিক রুট এখন বন্ধ বলা যেতে পারে। তবে অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।’ বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে একজন হাসপাতালে ভর্তি : করোনা আক্রান্ত সন্দেহে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনকে ভর্তি করা হয়েছে। গতকাল তাকে নাক-কান-গলা ওয়ার্ডে ভর্তি করা হলে বিকালে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ হোম কোয়ারেন্টাইনে : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন করোনাভাইরাস চিকিৎসাসেবায় নিয়োজিত এক পুলিশ কনস্টেবলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহে নারী ম্যাজিস্ট্রেটকে মারতে এলো বিদেশফেরত যুবক : ঝিনাইদহের কালীগঞ্জে মালয়েশিয়া-ফেরত মিজানুর রহমান মিজান বাইরে ঘোরাঘুরি করায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই গ্রামের মনতেজ শেখের ছেলে মিজানুর রহমান মিজান ও তার দুই ভাই জাহিদ ওরফে কালু ও সাইদ হোসেন। সোনারগাঁয়ে তিন প্রবাসীকে জরিমানা : সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কোয়ারেন্টাইনে না থাকায় বিদেশফেরত তিন বাংলাদেশিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। সনমান্দি ইউনিয়নের ভাটিচর গ্রামের ইতালি প্রবাসী মৃত তমিজউদ্দিনের ছেলে মো. কাদিরকে ১৮০৬ এর ২৬৯ দ বিধি ধারায় ৫০ হাজার টাকা। একই ইউনিয়নের ভাটিচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুরুল ইসলামের ছেলে মনির হোসেনকে ১০ হাজার টাকা। রূপগঞ্জে প্রবাসী ও তার শ্বশুরকে জরিমানা : রূপগঞ্জ নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হোম কোয়ারেন্টাইন নিয়ম না মানায় করোনা সন্দেহে এক ইতালি প্রবাসী জামাইকে আইসোলেশন রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। জামাইকে শ্বশুরবাড়িতে রাখার অপরাধে শ্বশুর তমিজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর