শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা ঝুঁকিতেই আজ উপনির্বাচন

আইইডিসিআরও বলছে একই কথা, জীবনের চেয়ে নির্বাচন বড় নয় : ইসি মাহবুব

নিজস্ব প্রতিবেদক

করোনা ঝুঁকিতেই আজ উপনির্বাচন

করোনা ঝুঁকিতেই আজ হচ্ছে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ তিন উপনির্বাচনের টানা ভোট গ্রহণ চলবে। কেবল ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। বাকি দুই আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। এসব নির্বাচন অনুষ্ঠানে গতকাল নির্বাচন কমিশন ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী মালামাল পাঠিয়েছে। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় জনসমাগম হয় এমন প্রায় সব অনুষ্ঠান সরকার স্থগিত করলেও গত বৃহস্পতিবার তিন উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। করোনা প্রকোপের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকি হিসেবে দেখছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় করোনা হওয়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন নিয়ে ঝুঁকির কথা বলেছে আইইডিসিআর। ভোট নিয়ে আমিও উদ্বিগ্ন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয়।’ করোনার কারণে ভোট বন্ধ না করায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ভোটার, নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচনী দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইভিএমে ভোটারের আঙ্গুলের ছাপ মেলাতে হয়, একই ভোটের সিল অনেক ভোটারকে ব্যবহার করতে হয়, লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে হয় বলে অনেকেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা হয়। সভায় তিনজন নির্বাচন কমিশনার ভোট বন্ধের পক্ষে থাকলেও ভোট বন্ধ করেনি কমিশন। তবে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন ও বগুড়া-১, যশোর-৩ আসনের উপনির্বাচনে ভোট হবে কি না- সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন আজ নেবে। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ঢাকা-১০ আসনসহ তিন উপনির্বাচন শনিবার (আজ) হবে। ভোট কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। তারা (ভোটাররা) হাত ধুয়ে ভোট দেবেন, আবার ভোট দিয়ে হাত ধুয়ে বের হবেন।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থী : এ উপনির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। কেন্দ্র ১১৭টি। ভোটকক্ষ ৭৭৬টি। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ‘নৌকা’, বিএনপির শেখ রবিউল আলম ‘ধানের শীষ’, জাতীয় পার্টির মো. শাহজাহান ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আবদুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। করোনা প্রকোপের মধ্যে ভোট নিয়ে এ আসনের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ আসনের একজন ভোটার বলেন, করোনার মধ্যে নির্বাচন কমিশন এ ভোট করে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন আজ : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) সংসদীয় আসনের উপনির্বাচনে আজ ভোট গ্রহণ হবে। সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার মোট ২০টি ইউনিয়নের ১৩২ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। উপনির্বাচনে মোট চারজন- আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী ও জাসদের খাদেমুল ইসলাম খুদি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

করোনা আতঙ্কের মধ্যেই বাগেরহাট-৪ আসনে আজ ভোট : করোনাভাইরাস আতঙ্কের মধ্যে আজ বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচন হচ্ছে। এ উপনির্বাচনে ১৪৩টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার রয়েছেন। এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আমিরুল আলম মিলন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর