শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

১ লাখ কিট, ১০ লাখ পিপিই আসছে

সরঞ্জাম ঢাকার বাইরে পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা রোগী শনাক্তে ১ লাখ কিট ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের জন্য ১০ লাখ পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে দুই লাখ কিট দেশে এসেছে। স্বাস্থ্য অধিদফতরের সূত্রমতে, গতকাল থেকেই ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে করোনা শনাক্তের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কেবল বরিশাল ছাড়া প্রতিটি বিভাগে এ পরীক্ষা করার সুবিধা রয়েছে এবং ১৬টি অতিরিক্ত পিসিআর মেশিন সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) সাতটি পিসিআর মেশিন সংগ্রহ করেছে। ব্যাকআপ সাপোর্টের জন্য সব জায়গায় অতিরিক্ত পিসিআর মেশিন রাখা হবে। চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের জন্য ১০ লাখ পিপিই সংগ্রহ করা হচ্ছে। ঢাকা মেডিকেলে ৫০০ পিপিই দেওয়া হয়েছে। সিএমএসডি ১০ হাজার পিপিই সংগ্রহ করেছে। চীন থেকেও আজ-কালকের মধ্যে আরও পিপিই আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর