শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সম্মিলিতভাবেই করোনা প্রতিরোধ করবে দেশ

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিতভাবেই করোনা প্রতিরোধ করবে দেশ

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনাভাইরাস নিয়ে আমরা ঝুঁকিতে আছি এটা নিঃসন্দেহে বলা চলে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। করোনা যত বড় শত্রুই হোক, আমরা এই শত্রুকে পরাজিত করব। গতকাল সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের এখানে ১৮ জন এ পর্যন্ত শনাক্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরও ঝুঁকি আছে, কারণ এটা সারা বিশ্বে মহামারী ভাইরাসে পরিণত হয়েছে, যাতে বিশ্ব আতঙ্কিত। তিনি বলেন, যেটা চীন থেকে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকব সেটা বলা যায় না। তবে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ভাইরাস মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে করোনা মোকাবিলায়। আমরা বিশ্বাস করি আমাদের সর্বাত্মক প্রয়াস, সম্মিলিত উদ্যোগে করোনা যত বড় শত্রুই হোক, আমরা এই শত্রুকে পরাজিত করব। এ সময় উপনির্বাচন পেছানোর জন্য বিএনপির দাবি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলরা সবকিছুতেই রাজনীতির ইস্যু খুঁজে বেড়ান। নির্বাচনের বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এই সময়ে তারা যদি নির্বাচন পেছাতে চান, সেটা তাদের বিষয়। এখানে সরকারের কোনো করণীয় নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটে সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জিল্লুর রহমান এ দেশের সবার কাছে প্রিয়।

বিশেষ করে ১/১১ সময়ে আমাদের নেত্রী শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন সেই সংকটের সময় তিনি যে সাহস ও নৈতিকতার পরিচয় দিয়েছেন। সেই দুঃসময়ে তিনি ছিলেন দলের ঐক্যের প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সর্বশেষ খবর