শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রতিদিন ডেস্ক

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস পদত্যাগ করেছেন। পার্লামেন্টে কভিড-১৯ নিয়ে বিতর্কের মধ্যে অচেতন হয়ে পড়ার পরদিনই তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। সূত্র : রয়টার্স।

৫৬ বছর বয়সী এ রাজনীতিবিদ পরে জানান, কয়েক সপ্তাহের টানা কাজের ক্লান্তির কারণেই তিনি বুধবার প্রশ্নোত্তর পর্বের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে জানান, ব্রুইনসের সেরে উঠতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তার কারণেই স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। এদিকে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী উগো দে জঙ্গেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলে সরকার পরে জানিয়েছে।

সর্বশেষ খবর