শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

জাতি বড় বিপদের সম্মুখীন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতি বড় বিপদের সম্মুখীন আজ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতি আজ বড় বিপদের সম্মুখীন। করোনাভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত সরকারের কোনো কার্যকর কর্মসূচি দেখা যাচ্ছে না। সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতায় দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এটি মোকাবিলা আরও কঠিন হচ্ছে। দ্রুত এই সমন্বয়হীনতা দূর করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেসব এলাকা লকডাউন করা হচ্ছে সেখানে প্রান্তিক মানুষের খাদ্যের দায়িত্ব সরকারের নিতে হবে। কিন্তু সে সম্পর্কে কোনো পদক্ষেপ নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতা শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, আতিকুর রহমান, ডা. জাহেদ-উর রহমান, সাকিব আলী প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার করোনাভাইরাস মোকাবিলায় গা ছাড়াভাব দেখাচ্ছে। এ নিয়ে সরকারে চরম সমন্বয়হীনতা রয়েছে। সরকারের উচিত দ্রুত পর্যাপ্ত তথ্য নিয়ে জনগণকে এ মহামারীর বিপদ সম্পর্কে সচেতন করা। এ সম্পর্কিত সব সেক্টরের মানুষকে নিয়ে দ্রুত একটি টাস্কফোর্স গঠন করে এ সমন্বয়হীনতা দূর করতে হবে। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ এসেছে। বাংলাদেশে মূলত সমস্যা হচ্ছে সরকারি নির্দেশের প্রয়োগ হয় না ঠিক মতো। সরকারের উচিত হবে, খুব শক্তভাবে এ বিধি-নিষেধ প্রয়োগ করা। নির্মোহভাবে সবাই মিলে কাজ করতে হবে। এ বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে। কোনো এলাকা লকডাউন করতে হলে প্রান্তিক মানুষের খাবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সেই সঙ্গে প্রত্যেক বস্তির জন্য আলাদা টিম গঠন করে বস্তিবাসীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোহিঙ্গা ক্যাম্পের জন্য স্বতন্ত্র হাসপাতাল তৈরি করতে হবে।

সর্বশেষ খবর