সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

মিরপুরে আরও এক ব্যক্তি সিলেটে নারীর মৃত্যু

আক্রান্ত বেড়ে ২৭, সাদুল্যাপুরে লকডাউন নিয়ে ইউএনও-ডিসির লড়াই, মিরপুরের একাংশ লকডাউন, ঢাকার দোহারে ৫১ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে আরও এক ব্যক্তি সিলেটে নারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগে কোয়ারেন্টাইন করা ভবন। গতকাল তোলা ছবি -রোহেত রাজীব

রাজধানীর মিরপুরে টোলারবাগে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বাড়ির পাশে গতকাল করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মোজাম্মেল হক নামের ওই ব্যক্তি স্থানীয় মসজিদের সেক্রেটারি ছিলেন। মৃত এ দুজনই একই মসজিদে নামাজ আদায় করতেন।

জানা গেছে, এই ব্যক্তি গতকাল সন্ধ্যার দিকে মারা যান। এর আগে সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

স্বজনরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার তাকে নিয়ে যাওয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গতকাল বিকাল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তাকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। চিকিৎসকরা তাকে মৃত  ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর আজ থেকে মিরপুর কলেজগেট থেকে টোলাবাগ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত নারীর (৬১) মৃত্যু হয়েছে। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে ২৭ জনকে শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে মারা গেছেন দুজন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচজন। এ ছাড়া শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরে কয়েদির শরীরে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় দেখা দিয়েছে উৎকণ্ঠা। রেলের অগ্রিম টিকিট পাঁচ দিন আগে ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে গাইবান্ধার সাদুল্যাপুরে লকডাউন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ইউএনওর লড়াই শুরু হয়। ঢাকায় লকডাউনে থাকা মিরপুর টোলারবাগে থমথমে অবস্থা বিরাজ করছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সিলেটে গতকাল ভোর রাতে ওই নারী মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে ফল এখনো হাতে আসেনি। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিনজনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। গতকাল রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাদের বয়স ২০-৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর একজন আগে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন। এ পর্যন্ত পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত তিনজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। তবে তিনজনের মৃদু উপসর্গ আছে। প্রবাসফেরত ওই নারীর পরিবারের তিন সদস্যকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান। গত শুক্রবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গতকাল ভোরে তিনি মারা যান। আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী হযরত মানিক পীর (রহ.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি জানান, যুক্তরাজ্য থেকে ওই নারী গত ৪ মার্চ দেশে ফিরেন। এরপর তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় অবস্থান করেন। সাদুল্যাপুরকে ‘লকডাউন’ নিয়ে লড়াই : এদিকে গাইবান্ধার সাদুল্যাপুরে লকডাউন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ইউএনওর লড়াই শুরু হয়। প্রথমে উপজেলাকে লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে এ সিদ্ধান্তের অনুমোদন দেয়নি জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি। জেলা প্রশাসক বলছেন, লকডাউনের মতো কিছু হয়নি। এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। গতকাল দুপুরে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত  নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। উপজেলা কমিটির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠি গাইবান্ধার জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি সিভিল সার্জন ও সুপার সুপারকেও দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ১১ মার্চ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামের কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী অংশ নেন। ওই অনুষ্ঠানে ৪০০ থেকে ৫০০ মানুষ ছিল। গত শনিবার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিয়ের ওই অনুষ্ঠানে যাওয়া অনেকেই ভোট দিয়েছেন। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে। ফলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রবিবার সাদুল্যাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ প্রসঙ্গে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, গাইবান্ধায় যুক্তরাষ্ট্রফেরত দুজনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউনের মতো কিছু হয়নি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য ইউএনওকে কারণ জানতে চেয়ে চিঠি  দেওয়া হবে।

কয়েদির শরীরে করোনার লক্ষণ : নাটোর জেলা কারাগারের এক কয়েদির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাকি কয়েদি ও কারাগারে কর্মরত কর্মীদের নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ। কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি থাকা ওই কয়েদিকে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাই তাকে জামিনে মুক্ত করে ‘হোম  কোয়ারেন্টাইনে’ পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে তিন যাত্রী হাসপাতালে : শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টাইন’ ঘোষণা : পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন বাড়ি দুটি কোয়ারেন্টাইন ঘোষণা করে এবং করোনা আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ওই বাড়ি দুটি থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। গতকাল পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। ৫১ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা : ঢাকার দোহারে হোম  কোয়ারেন্টাইনে থাকা ৫১ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে গত শনিবার বিকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত ওই সব বাড়িতে লাল পতাকা টাঙানো হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জনগণকে সতর্ক করার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা ৫১ জন প্রবাসী ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। উপজেলার একটি গ্রামে সিঙ্গাপুর থেকে চার দিন আগে এক ব্যক্তি ফিরেছেন। রেলের অগ্রিম টিকিট পাঁচ দিন আগে : করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল রেলমন্ত্রী নুরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠক করেন। নাঙ্গলকোটে ২ প্রবাসীকে অর্থদন্ড : কুমিল্লার নাঙ্গলকোটে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ২ প্রবাসীকে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ সময় নিরাপদ জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ওই দুই প্রবাসীকে তালাবদ্ধ করা হয়।

 গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল রায়কোটে গিয়ে এ আদেশ দেন।

সর্বশেষ খবর