সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিপণিবিতান বন্ধ সারা দেশে

খোলা থাকবে সুপার শপ ওষুধ মুদি কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকান, কার্যকর ২৫-৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ওষুধ, নিত্যপণ্য, কাঁচাবাজার ও সুপারশপ ব্যতীত দেশের সব বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের বিষয়টিকে পুঁজি করে ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক জায়গায় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরকম ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, পাশাপাশি করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা যেন না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলালউদ্দিন জানান, নিউ মার্কেটের মতো সুপারমার্কেটগুলো শুধু এই নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান বা আগোরা, মীনা বাজার, স্বপ্নের মতো সুপারশপগুলো খোলা থাকবে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় নিত্যপণ্য দোকানপাট ছাড়া সব শপিং মল, বিপণি বিতান ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক, এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, মাছ, মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইল ও ফ্ল্যাক্সিলোড এবং নিত্যপণ্যের দোকান এ সময় খোলা থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ খবর