সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভাইরাস ছড়ালে দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে

নিজস্ব প্রতিবেদক

ভাইরাস ছড়ালে দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে

অধ্যাপক ডা. নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, যে মানুষগুলো হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন তারা কিন্তু আসলে কোয়ারেন্টাইনে থাকছেন না। তাদের মধ্যে থেকে এখন ভাইরাস ছড়াবে। আর এটা ছড়ালে দুই সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে। ভাইরোলজির ভাষায় এটা পিক টাইম। প্রখ্যাত এই ভাইরোলজিস্ট গতকাল সাংবাদিকদের আরও বলেন, নিশ্চিতভাবেই আমরা এক ‘ক্রুশিয়াল টাইমের’ মধ্য দিয়ে যাচ্ছি। কারণ বাংলাদেশ এখন স্প্রেডিং টাইমে প্রবেশ করছে। আর এ জন্য সরকারকে আমাদের সবার সাহায্য করা দরকার। উপজেলা-জেলা হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, প্রথম থেকেই যদি হোম কোয়ারেন্টাইন না করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হতো তাহলে ঝুঁকি নিতে হতো না। দেশের টেস্টিং ফ্যাসিলিটি আরও বিস্তার করতে হবে। শুধু জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না রেখে আরও কয়েকটি জায়গাতে পরীক্ষা করার সুযোগ থাকলে, আরও ল্যাবরেটরিকে সম্পৃক্ত করতে পারলে সেটা রোগী নির্ণয় করতে সাহায্য করবে বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

সর্বশেষ খবর