মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মোকাবিলায় ৫০০ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে চিকিৎসকদের নিয়ে গঠিত এই কমিটি স্বাস্থ্য বিভাগের সঙ্গে বা যাদের সঙ্গে দরকার, যোগাযোগ রেখে দায়িত্ব পালন করবে।

গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রবিবার বিএমএ’র নেতৃত্বে চিকিৎসকদের নিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের ব্রিফিংকালেও এ তথ্য জানান। ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি বৈশ্বিক এই সংকট মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। দলীয়ভাবে আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি পালনই পারে ভয়াবহ সংকট থেকে মুক্তি দিতে। এটাকে একটা যুদ্ধ হিসেবে গ্রহণ করে সবাইকে সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেম দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই যুদ্ধ মোকাবিলায় যার যার দায়িত্ব পালন করতে হবে। নিজের নিরাপত্তা ও জীবন রক্ষা করে অপরকে বাঁচাতে হবে। এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

সর্বশেষ খবর