মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রমিকরা সময়মতো বেতন পাবেন

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকরা সময়মতো বেতন পাবেন

করোনাভাইরাসের কারণে পোশাক খাত স্থবির হয়ে গেলেও নির্ধারিত সময়ে এ খাতের শ্রমিকরা তাদের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। তিনি বলেছেন, বেতনের সময় বেতন পাবেন, দয়া করে এটি মাথায় রাখবেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ কথা জানান বিজিএমইএ সভাপতি। শ্রমিকদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে ড. রুবানা হক বলেন, শ্রমিক ভাই ও বোনেরা বেতন সময়মতো পাবেন। কেউ ভয় পাবেন না। ভরসা রাখুন। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করেছেন। তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন। প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন। আমাদের তৈরি পোশাক খাতের ৪১ লাখ শ্রমিক শুধু নয়, এর বাইরেও যারা আছেন সবাই ভরসা রাখুন। যত দিন উনি (প্রধানমন্ত্রী) আমাদের পাশে আছেন আমরা কেউ পানিতে পড়ব না। দয়া করে ভরসা রাখুন আপনারা। করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতেও। একের পর এক ক্রয়াদেশ বাতিল হওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

সর্বশেষ খবর