বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

গার্মেন্টে তৈরি হচ্ছে চার লাখ পিপিই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সুরক্ষায় দেশি গার্মেন্ট কারখানাগুলোতেই তৈরি হচ্ছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। বাংলাদেশি পোশাক পণ্যের আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) কান্ট্রি ডিরেক্টর  স্বপ্না ভৌমিক ও বুয়েটের অ্যালামনাইদের যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে এ পিপিই। এর সমন্বয়ে থাকছে পে ইট ফরোয়ার্ড আর অনেস্ট টিমের পক্ষে সোনার বাংলা ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বপ্না ভৌমিক ও সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওয়াহিদ হেসেন পৃথক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে স্বপ্না ভৌমিক বলেছেন, ‘বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই। সহযোগিতা করছে এফসিআই।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, পিপিইগুলো বানানো হচ্ছে মার্কস অ্যান্ড স্পেনসারের সঙ্গে নিয়মিত কাজ করা গার্মেন্ট কারখানাগুলোয়। ১০-১২ দিনের মধ্যেই ৪ লাখ তৈরি হয়ে যাবে বলে প্রত্যাশা মার্কস অ্যান্ড স্পেনসারের। এদিকে চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছে ১ লাখ পিপিই। এর মধ্যে গতকাল ৫০ হাজার পিপিইর প্রথম চালান ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকি ৫০ হাজার ২৬ মার্চের মধ্যেই পাঠানো হবে বলে জানিয়েছেন পিপিই প্রস্তুতকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘কার্যাদেশ পাওয়ার পরই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পিপিই তৈরির কাজ চলছে। গতকাল ৫০ হাজার পিপিই ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৫০ হাজার দুই দিনের মধ্যেই পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে আমাদের পিপিই রপ্তানি হচ্ছে। আমেরিকার একটি প্রতিষ্ঠান ২০২৩ সাল পর্যন্ত পিপিই নিতে বুকিং দিয়ে রেখেছে। বিদেশি ক্রেতাদের কাজ স্থগিত রেখে পিপিই তৈরি করা হচ্ছে।’

সর্বশেষ খবর