বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

চীনের সহায়তা আসছে কাল

মাস্ক স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের সহায়তা হিসেবে ১০ হাজার টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণসহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম আসবে আগামীকাল। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ফেরা প্রবাসীদের তালিকা তৈরিতে থানায় যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। গতকাল দূতাবাসের ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়, ‘চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছবে। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং ১ হাজার থার্মোমিটার।’ আগামী ২৯ মার্চ আবার চীন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আসবে বলে জানানো হয়েছে। করোনাভাইরাস প্রকোপের মধ্যে যারা বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন, তাদের নিজ নিজ অবস্থানের তথ্য নিকটস্থ থানায় জানাতে বলেছে পুলিশ সদর দফতর। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ মার্চ থেকে দেশে আসা পাসপোর্টে বর্ণিত ঠিকানা ছাড়া অন্য ঠিকানায় অবস্থানকারী সব প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। প্রবাসীদের অনেকেই সরকারের নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছেন যা বর্তমান পরিস্থিতিতে তাদের নিজেদের এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নভেল করোনাভাইরাসে আক্রান্ত বাড়ায় ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে বলা হয়, দেশে তৈরি কোনো ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রপ্তানি করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বাংলাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদার বড় অংশ আসত চীন থেকে। তবে মহামারী দেখা দেওয়ায় চীনের বাজার বন্ধ হয়ে যাওয়ার পর দেশেই উৎপাদিত হচ্ছে এসব পণ্য। ওষুধ ও কেমিকেল কোম্পানিগুলো হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন বাড়িয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর