বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় বৈঠক

আজ থেকে টহলে সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে সারা দেশে একসঙ্গে দুজন চলাচল করতে পারবেন না। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। অকারণে বাইরে বেরুলে তাকে জবাবদিহি করতে হবে। এই নির্দেশনা নিশ্চিত করতে আজ থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। করোনা সংক্রমণ রোধ এবং জনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ঢাকার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণে করণীয় নির্ধারণ করা হয়। এদিকে ছুটি পেয়ে বাড়ি ফেরার ভিড়ের সমালোচনা করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, ১০ দিনের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে ঘরে থাকার জন্য। উৎসব করার জন্য নয়। বিকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী সমাধান দেওয়া হচ্ছে সবাই ঘরে থাকার জন্য। আমরা অনুরোধ করছি, যে যেখানে আছেন ঘরে থাকুন। এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বাংলাদেশে সংক্রমণ এবং বিস্তৃতি নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন শুরু হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নির্দেশনা মোতাবেক গতকাল দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করেছে। সমন্বয় কার্যক্রম শেষে আজ সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করবে। সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গের তালিকা প্রস্তুত এবং বিদেশ হতে প্রত্যাগত ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবে। এছাড়াও সেনাবাহিনী বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে উপকূলীয় ৬টি জেলার ১৯ উপজেলায় নৌবাহিনী নিয়োজিত রয়েছে। ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ¡ীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মোংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলীতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অর্পিত দায়িত্ব পালন করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ বিশেষ নজরদারীর ব্যবস্থা নিয়েছে নৌবাহিনী। এদিকে আমাদের প্রতিনিধিরা জানান, সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে ময়মনসিংহে কাজ শুরু করছে সেনাবাহিনী। দুপুরে ময়মনসিংহ বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন সেনাসদস্যরা। বৈঠক শেষে জানানো হয়, আজ থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে সেনাবাহিনী। রংপুর : করোনাভাইরাস প্রতিরোধ ও জনসমাগম নিয়ন্ত্রণে রংপুরে সেনাবাহিনী মাঠে নেমেছে। তিন ভাগে বিভক্ত হয়ে সিটি করপোরেশনসহ ৮ উপজেলায় তারা কাজ শুরু করেছেন। জেলা প্রশাসক আসিব আহসান জানান, লেফটেন্যান্ট কর্নেল তারেকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে প্রস্তুতি সভা হয়েছে। তারা কাজ শুরু করেছেন। যশোর : যশোরে কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল তারা জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। দুপুরে সেনাসদস্যদের একটি টিম জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন। পরে লে. কর্নেল নেয়ামুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টাইনে যারা আছে তাদের কারণে যেন সাধারণ মানুষ আক্রান্ত না হন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। গোপালগঞ্জ : সেনাবাহিনীর টিম গোপালগঞ্জে কাজ শুরু করেছে। দুপুরে তারা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। এ সময় পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, সেনাবাহিনীর একটি টিম বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও জনসমাগম নিয়ন্ত্রণে আনতে কাজ করবে।  নাটোর : আজ থেকে একটি মেডিকেল টিমসহ সেনাবাহিনীর সদস্যরা নাটোরে মাঠে থাকবে। গতকাল দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে ও জনসমাগম বন্ধ রাখতে বৈঠক হয়েছে।   নরসিংদী : জেলা প্রশাসনের সফঙ্গ সমন্বয় করে নরসিংদীতে মাঠে নামবে সেনাবাহিনী। আজ থেকেই তারা মাঠে থাকবেন বলে জানিয়েছেন এনডিসি মো. শাহরুখ খান। টাঙ্গাইল : জেলা প্রশাসনকে সহায়তার জন্য টাঙ্গাইলেও সেনাসদস্য মোতায়েন হচ্ছে। প্রস্তুতি হিসেবে গতকাল সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

কুমিল্লা : কুমিল্লায় আজ থেকে সংক্রমণ রোধ ও জনসমাগম বন্ধে সেনা টহল শুরু হবে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সেনাসদস্যদের সঙ্গে বৈঠক শেষে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনী সহযোগিতা করবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যায় সেটি নিশ্চিত করা হবে।

রাজশাহী : বগুড়া থেকে রাজশাহী এসেছে সেনাবাহিনীর একটি টিম। সকালে তারা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এরপর তারা রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

রাঙামাটি : রাঙামাটিতে মাঠে নেমেছে সেনাবাহিনীর বিশেষ দল। জনসচেতনতা তৈরি এবং জনসমাগম রোধে মাঠে থাকবেন তারা। এর আগে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে সেনা, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

শেরপুর : সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব রক্ষায় শেরপুরে সেনা মোতায়েন হয়েছে। আজ থেকে জেলা ও উপজেলা সদরসহ সম্ভাব্য এলাকাগুলোতে এক ব্যাটালিয়ন সেনাসদস্য নিয়োজিত থাকবে। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর