বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনায় জনসচেতনতায় মাঠে চসিক মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনায় জনসচেতনতায় মাঠে চসিক মেয়র নাছির

সারা বিশ্বের মহামারী আতঙ্ক করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার দুপুর থেকেই চট্টগ্রাম সিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবসতি এলাকাগুলোতে ঘুরে ঘুরে মাইকিংয়ে বের হয়েছেন। নগরীর লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেট, ষোলোশহর রেলওয়ে স্টেশন, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, বক্সিরহাট, লালদীঘি এলাকাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় মাইকিং করেন। গতকালও করোনায় সংক্রমণ বিষয়গুলোসহ বিভিন্ন স্পটে সচেতনতামূলক প্রচারণা করেন। এ সময় নগরবাসীর উদ্দেশে সচেতনতামূলক কথাও বলেছেন তিনি। একইভাবে ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম ষোলোশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীর নেতৃত্বে ওয়ার্ডের প্রতিটি এলাকায় এবং স্পটেও সচেতনতামূলক প্রচারণা এবং হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে। এদিকে করোনায় কেউ আক্রান্ত হলে ওই রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সর্বশেষ খবর