মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মৃত্যু দুই লাখের কম হলেই সাফল্য

মৃত্যু দুই লাখের কম হলেই সাফল্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে তার দেশে এক লাখ কিংবা তার বেশি মানুষ মারা যেতে পারে। তবে যদি মৃতের সংখ্যা দুই লাখের কম রাখা যায় তাহলে সেটাই হবে বড় সফলতা। সূত্র : সিএনএন। স্থানীয় সময় গত রবিবার হোয়াইট হাউসে সান্ধ্যকালীন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে এদিন সকালে সিএনএনের টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজেস-এর পরিচালক ডা. অ্যান্টনি ফুচি এক মন্তব্যে বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে দুই লাখ লোক মারা যেতে পারে। ডা. ফুচির মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ট্রাম্প উপরোক্ত কথা বলেন। করোনাভাইরাস নিয়ে কাজ করাদের উদ্দেশে ট্রাম্প বলেন, দুই সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিজয় অর্জিত হওয়ার আগেই জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন, তত দ্রুত এই দুঃস্বপ্ন শেষ হবে। ট্রাম্প এও বলেন, ‘আমরা যদি কিছু না করি তাহলে ২০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে।’ সংবাদ সম্মেলনে ট্রাম্প সোশ্যাল ডিসট্যান্সিংয়ের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

সর্বশেষ খবর