শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন কূটনীতিকসহ ৩২৫ জাপানি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ ছাড়লেন জাপানি নাগরিকরা। গতকাল দেশে অবস্থানরত প্রায় ৩২৫ জন জাপানি কূটনীতিক ও নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন। সকাল ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ জন মার্কিন নাগরিক ও কূটনীতিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

এ ছাড়া গত ২৭ মার্চ ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি। বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত এবং ভাইরাসে মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে। যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হওয়ার পর এখন করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া বাকি বিশ্বের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৪ মার্চ ব্রিটেন বাদে ইউরোপের সব দেশ থেকে আসা ফ্লাইট অবতরণ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। এরপর ২১ মার্চ মধ্যরাত থেকে বিদেশ থেকে ফ্লাইট আসার ব্যাপারে আরও কড়াকড়ি আরোপ করা হয়। এমন পরিস্থিতিতে নিজেদের দেশে ফিরতে অসুবিধায় পড়েন বিদেশি নাগরিকরা।

সর্বশেষ খবর