রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গণপরিবহন বন্ধ ১১ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আর পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে সরকার প্রথম দফায় দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় সরকার দ্বিতীয় দফায় ছুটির মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। সরকার ছুটি বাড়ানোর পর গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিজ্ঞপ্তিতে সারা দেশে গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সর্বশেষ খবর