শিরোনাম
সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিদেশে মৃত্যু ১০২ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

বিদেশে মৃত্যু ১০২ বাংলাদেশির

করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ১০২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৬৬ জন। এ ছাড়া দেশটিতে আরও ২০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশির ভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৪ বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। গতকাল কানাডায় এবং আরব আমিরাতে একজন করে বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৩ বাংলাদেশি। এ ছাড়া সৌদি আরব ও ইতালিতে ৩ জন, কাতারে ৩ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

যুক্তরাজ্য থেকে আ স ম মাসুম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ ব্রিটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। গত শুক্র ও শনিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। সরকারি সূত্রে সঠিক কোনো পরিসংখ্যান প্রকাশিত না হলেও সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্রিটেনে এ পর্যন্ত ২৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ যে চারজন মারা করেছেন তারা হলেন- গ্রেটার ম্যানচেস্টার হাইডের বাসিন্দা হাইড জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের বর্তমান চেয়ারম্যান হাজী মনসুর খান ৩ এপ্রিল (শুক্রবার) দুপুরে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আসারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে। হাজী মনসুর খান আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জাস্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাইড জামে মসজিদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এদিকে লন্ডনের ইলফোর্ডের একটি হাসপাতালে মারা গেছেন ব্যবসায়ী দিলাল আহমদ। ৩ এপ্রিল (শুক্রবার) দুপুরে তিনি মারা যান। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ববাঘা ইউনিয়নের তুড়ুগাঁও গ্রামে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। দিলাল আহমদ যুক্তরাজ্যে ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি গোলাপগঞ্জ বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। শুক্রবার সকালে লন্ডনের ইজলিংটনের বাসিন্দা আলহাজ এরশাদ মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোমারটন হাসপাতালে মারা যান। তার দেশের বাড়ি মৌলভীবাজারের পাগুলিয়ায় বলে জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। শনিবার সকালে মিডলসেক্স হাসপাতালে মারা যান ইসলামিক স্কলার আবু সাঈদ আনসারীর শাশুড়ি। তিনি প্রবীণ মুরব্বি সানোয়ার আলীর স্ত্রী রূপজান বিবি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগলেও সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। ওয়েস্ট লন্ডনের বাসিন্দা রূপজান বিবি ৪ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। তার দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের বনগাঁও গ্রামে। মাওলানা আবু সাঈদ আনসারী ফেসবুক বার্তায় তার শাশুড়ির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী শহর অটোয়ায় মারা গেছেন বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। তিনিই প্রথম বাংলাদেশি কানাডিয়ান নাগরিক, যিনি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। গত শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান তিনি। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২৭ মার্চ বিকালে অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কাজ করার সময় আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় এক সপ্তাহ থাকার পর তার অবস্থার অবনতি হতে থাকে। গত শনিবার তার মৃত্যু হয়। নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদের মৃত্যু : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির দুবারের সভাপতি কামাল আহমদ (৬৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্ক নগরীর কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েক দিন তিনি এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কামাল আহমদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাউরভাগ গ্রামে। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে তিনি আস্থাভাজন লোক হিসেবে পরিচিত ছিলেন। ৪০ বছর ধরে কমিউনিটির সেবায় নিয়োজিত কামাল আহমদ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দেশে থাকতেই রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন কামাল আহমদ। প্রবাসী হওয়ার পর জড়িয়ে পড়েন কমিউনিটির নানা কাজে। ২০১১ সালে বাংলাদেশ সোসাইটির বোর্ড সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে প্রথম সোসাইটির সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে দ্বিতীয় দফায় তিনি সোসাইটির সভাপতির দায়িত্ব নেন। কামাল আহমদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে অনেকেই শোক বাণী, শ্রদ্ধা, স্মৃতিচারণ ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে এস্টোরিয়ার বাসিন্দা ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের নিউজার্সি রাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়। এর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমদেরও নিউইয়র্কের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

এই দুই ভাইয়ের বাড়ি ঢাকার গোপীবাগে। এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন অনেক বাংলাদেশি। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।

সর্বশেষ খবর