সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গণস্বাস্থ্যের কিট সরকারকে হস্তান্তর ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার কিট তৈরির প্রস্তুতি নিয়ে অবশেষে গতকাল সকালে কিট তৈরির কাঁচামাল (রি-এজেন্ট) হাতে পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এ তথ্য নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চায়না থেকে আসা কিট দিয়ে অন্তত ১০ হাজার সন্দেহজনক রোগীর করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সব কিছু লকডাউন থাকার পরও পররাষ্ট্রমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের সহযোগিতায় আমরা কাঁচামাল দ্রুত হাতে পেয়েছি। তাদের বিশেষ ধন্যবাদ। সব কিছু সহজ করে দিয়েছেন তারা। কিট তৈরির কাঁচামালগুলো এখন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আছে। ইতিমধ্যে এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। সব প্রক্রিয়া সম্পন্ন করে ১১ এপ্রিল বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে সরকারের দায়িত্বশীলদের কাছে করোনা শনাক্তকরণের কিট বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর